নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রবীণদের আশীর্বাদ চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ইংরেজি নতুন বছরে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতর পরিচালিত নরসিংগড়ে অবস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল বৃদ্ধাশ্রম পরিদর্শনে গিয়ে প্রবীণদের আশীর্বাদ চেয়েছেন তিনি৷ প্রবীণদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, আপনাদের আশীর্বাদধন্য হতেই ছুটে এসেছি৷
বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে মতবিনিময় করেন৷ তাঁদের সমস্যার কথা জেনে সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি৷ মুখ্যমন্ত্রী আজ বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে নিয়ে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে কেকও কেটেছেন৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের মতো প্রবীণদের আশীর্বাদ কামনা করছি৷ সেই উদ্দেশ্যেই ইংরেজি নববর্ষের প্রথম দিনটিতে আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করার জন্য ছুটে এসেছি, আবাসিকদের উদ্দেশ্যে বলেন তিনি৷ তাঁর পরামর্শ, এই বৃদ্ধাশ্রমের সকলেই সুস্থ ও রোগমুক্ত থাকার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সর্বদা সচেতন থাকুন৷ নিজেদেরকে সুস্থ রাখতে হলে বৃদ্ধাশ্রমের ছোটখাটো কাজ যেমন বাগান পরিচর্যা করা, দৈনন্দিন পূজার্চনা করা, হাঁটাহাঁটি, নিজেদের কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেগুলি লক্ষ্য রাখা ইত্যাদি কাজগুলি করা আবশ্যক৷
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার অন্যান্য প্রবীণরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মাধ্যমে যে রকম বয়স্ক ভাতা পাচ্ছেন, ঠিক তেমনি ওই বৃদ্ধাশ্রমের আবাসিকগণ বয়স্ক ভাতা পেতে পারেন সে বিষয়ে ত্রিপুরা সরকার শীঘ্র উদ্যোগ গ্রহণ করবে৷ অন্যান্যদের মতো এখানকার আবাসিকদের ভাতাও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে, জানান মুখ্যমন্ত্রী৷