নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার চোটের কারণে দেখিয়ে ৭৪ কেজির ফ্রি স্টাইল কুস্তির ট্রায়াল স্থগিত করার অনুরোধ করলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ফেডারেশনের তরফে খারিজ করে দিল। ফেডারেশনের পক্ষ থেকে কোনও ট্রায়াল স্থগিত হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় এই কুস্তিগীর তাঁর চোট প্রসঙ্গে জানিয়েছেন, ‘হাতে সামান্য চিড় ধরেছে। সেকারণেই ট্রায়াল থেকে নাম তুলে নিতে বাধ্য হলাম।’
হাতের চোট প্রসঙ্গে ভারতীয় কুস্তি ফেডারেশনকে ইতিমধ্যে নিজের মেডিক্যাল রিপোর্ট দিয়েছেন সুশীল। চোটের জন্য সুশীল ৭৪ কেজি বিভাগের কুস্তির ট্রায়াল স্থগিত রাখার জন্য অনুরোধ করেছিলেন। শুক্রবার থেকে ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তি ও গ্রিকো রোমান কুস্তি দলের ট্রায়াল হবে। ট্রায়াল থেকে বাছাই করা অলিম্পিকের কুস্তির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য যাবে। ২৭ থেকে ১৯ মার্চ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার প্রতিযোগীরা লড়াইয়ে নামবে। কুস্তির ফেডারেশনের পক্ষ থেকে এদিন সুশীলের চোট নিয়ে আলোচনা হয়। যারপর সুশীলের ক্যারাগরির ট্রায়াল পিছনো হচ্ছে না বলে জানা গিয়েছে। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভুষণ সরন সিং বলেন, ‘ট্রায়ালের কোনও বিভাগে কোনও পরিবর্তন হচ্ছে না। ৭৪ কেজি বিভাগের ট্রায়াল নির্দিষ্ট সময়েই হবে। সুশীল চোট পাওয়ায় আমরা দুঃখিত, কিন্তু আমাদের কিছু করার নেই।’