BRAKING NEWS

সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে স্বীকৃতি দিয়েছে বিশ্বের বেশির ভাগ দেশ : বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জী(এনআরসি) যে ভারতের অভ্যন্তরীণ বিষয় তা বিশ্বের সিংহ ভাগ দেশ মেনে নিয়েছে বলে জানাল বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভারত গোটা বিশ্বজুড়ে নিজেদের মিশনের (দূতাবাস) মাধ্যমে বিভিন্ন দেশের কাছে সিএএ এবং এনআরসি সম্পর্কে অবগত করিয়েছে। কয়েকটি দেশ বাদ  দিয়ে বিশ্বের সিংহভাগ দেশই বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়েছে। ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা উদ্বাস্তুদের নাগরিত্ব দেওয়াই এই আইনের মূল উদ্দেশ্য। কোনও ভারতীয়ের নাগরিকত্ব যে এতে  যাবে না তাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সিএএ-র সঙ্গে ভারতীয় সংবিধানের যে কোনও সংঘাত নেই তাও স্পষ্ট করে দিয়েছেন রবীশ কুমার।

অসমে চালিয়ে যাওয়া এনআরসি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে দেশের শীর্ষ আদালতের নির্দেশে এবং তত্বাবধানে এনআরসি কার্যকর করা হয়েছে অসমে। ফলে এটি পুরোপুরি ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসগুলিকেও এই বিষয়ে অবগত করানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে সংসদের উভয় কক্ষে পাশ হয়ে আইনে পরিণত হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইনের বলে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অমুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *