নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ পূর্ত ঘোটালায় প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিককে সোমবার আদালতে তোলা হয়৷ আদালত উবয় পক্ষের বক্তব্য শোনার পর ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷
এ-বিষয়ে স্পেশাল পিপি রতন দত্ত বলেন, ত্রিপুরার সর্ববৃহৎ ঘোটালা মামলায় আজ প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী এবং পূর্ত দফতরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন-চিফ সুনীল ভৌমিককে নির্ধারিত সূচি অনুযায়ী বিচারবিভাগীয় আদালতে তোলা হয়েছিল৷ আদালতে বাদল চৌধুরীর আইনজীবী জামিনের আবেদন জমা দিলেও এ-নিয়ে কোনও সওয়াল করেননি৷ আদালত আজ দু-পক্ষের বক্তব্য শুনে আগামী ৯ জানুয়ারি পুনরায় শুনানির দিন ধার্য করেছে৷ তিনি বলেন, ওইদিন বাদল চৌধুরী সশরীরে হাজিরা হতে না পারলে ভিডিও কনফারেন্সে হাজির করা হবে৷
তিনি জানান, সুনীল ভৌমিকের তরফে আদালতে আজ জামিনের আবেদন জানানো হয়নি৷ তাঁর কথায়, পূর্ত ঘোটালায় তাঁদের জামিন মঞ্জুরের সম্ভাবনা খুবই কম৷ তবে, ৯০ দিনের ভেতরে পুলিশ চার্জশিট জমা দিতে না পারলে ১৬৭ সিআরপিসি-র অন্তর্গত তাঁদের জামিনের অধিকার রয়েছে৷ এ-ক্ষেত্রে সুনীল ভৌমিক ইতিমধ্যে ৬০ দিন জেল হেফাজতে রয়েছেন৷

