নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : সাধারণ নাগরিকরাই এনআরসি কার্যকর হতে দেবে না বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়ে দিয়েছিলেন যে নিজ নিজ রাজ্যে তারা এনআরসি জারি করবে না। কয়েকটি রাজনৈতিক দলও একই সিদ্ধান্ত নিয়েছে। জনগণ চাইছে না, তাই এনআরসি জারি করা হবে না।
নাগরিকত্ব সংশোধনী আইনকে সংবিধান বিরুদ্ধ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সিএএ নিয়ে সবার বিরোধিতা করা উচিত। নোটবন্দির মতোই এই আইন সাধারণ মানুষকে হেনস্থা করবে। এই আইনটি ভিত্তিই আইনবিরুদ্ধ।
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু কেন্দ্রীয় সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।