BRAKING NEWS

ভাইকে মন্ত্রিসভায় জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত

মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.) : ভাই মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। পরিস্থিতি এমন যে দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিক্রৌলি আসন থেকে নির্বাচিত শিবসেনা বিধায়ক সুনীল রাউত সম্পর্কে তাঁর ভাই। সোমবার মন্ত্রিসভার সম্প্রসারণে ভাই মন্ত্রীপদ না পাওয়ায় অসন্তুষ্ট সুনীল রাউত মঙ্গলবার বিধায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন। একইভাবে প্রাক্তন মন্ত্রী তানাজি কদম ও ভাবনা গওলিও ক্ষুব্ধ।

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, সদ্য শিবসেনায় যোগ দেওয়া আবদুল সাত্তারকে মন্ত্রী করা হয়েছে। তবে এতদিন দলে যারা কাজ করছেন, তাঁরা মন্ত্রীর পদ পাননি। তাই তাদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তিনি আরও বলেন, উদ্ধব ঠাকরে যদি মুখ্যমন্ত্রী না হতেন, তবে কেউ রাগ করবেন না। সুনীল রাউত শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের ভাই, তাই সঞ্জয় রাউত তাঁর অসন্তুষ্টি প্রকাশ করে এদিন তিনি মন্ত্রিসভা সম্প্রসারণ কর্মসূচিতে যাবেন না। তবে দলের হয়ে কাজ চালিয়ে যাবেন। সুনীল রাউত এবং তানাজি কদম সোমবার সকালে মাতোশ্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সাথে দেখা করতে গেলেও তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *