BRAKING NEWS

সুরাটে শিশুকন্যাকে ধর্ষণ-খুন : মৃত্যুদণ্ডের সাজা দোষীর

আহমেদাবাদ, ২৭ ডিসেম্বর (হি.স.): গুজরাটের সুরাটে ৩ বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলার সাজা ঘোষণা করল গুজরাট হাইকোর্ট| ছোট্ট শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে গুজরাট হাইকোর্ট| শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত অনিল যাদবের বাড়ি বিহারে|

২০১৮ সালের অক্টোবর মাসে ৩ বছর বয়সি শিশুকন্যাকে ধর্ষণের পর খুন করে অনিল যাদব| প্রথমে শিশুটিকে খুঁজে পাননি তাঁর বাবা-মা, পরিবারের সদস্যরা| পরে একটি প্লাস্টিক ব্যাগ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়| ঘটনার পরই বিহারে পালিয়ে যায় অনিল যাদব| পরে পুলিশকে অনিলকে গ্রেফতার করে| অবশেষে শুক্রবার দোষী অনিল যাদবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল গুজরাট হাইকোর্ট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *