লখনউ, ২৬ ডিসেম্বর (হি.স.): আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি| তাই উত্তর প্রদেশের আগ্রা এবং মথুরায় এখনও স্বাভাবিক হল না ইন্টারনেট পরিষেবা| বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত তাজনগরী আগ্রায় বাতিল করা হয়েছে ইন্টারনেট পরিষেবা| উত্তর প্রদেশের মথুরাতেও বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে|

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় প্রতিবাদ-আন্দোলনের কথা মাথায় রেখেই আগ্রা ও মথুরায় আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে| আগ্রা জেলা প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত আগ্রায় বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা| তবে, ব্যাঙ্ক এবং সরকারি দফতরে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিকই থাকবে| অতিরিক্ত জেলা শাসক (শহর) প্রভাকান্ত অবস্থি জানিয়েছেন, ‘সিএএ বিরোধিতায় হিংসার সাক্ষী থেকেছে আলিগড়, হাথরাস, ফিরোজাবাদ-সহ বিভিন্ন জেলা| সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গুজব ছড়ানো হচ্ছে| এই কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে|’ মথুরাতেও এই একই কারণে ইন্টারনেট পরিষবা বন্ধ রাখা হয়েছে|

