BRAKING NEWS

মেঘালয়ের ভারত-বাংলা সীমান্তে ২০৮টি গরু উদ্ধার, পাচারকারী আধরা

শিলং (মেঘালয়), ২৭ ডিসেম্বর (হি.স.) : মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ২০৮টি গরু উদ্ধার করেছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। গতকাল বৃহস্পতিবার রাজ্যের আন্তর্জাতিক সীমান্তবর্তী ঘন জঙ্গল থেকে গরুগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলির বাজারমূল্য ৩২ লক্ষাধিক হবে বনে মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে কাউকে পাকড়াও করা যায়নি।

বিএসএফ-এর তরফে শুক্রবার এই খবর দিয়ে জানানো হয়েছে, রাজ্যের সীমান্তবর্তী কুইলাং বনাঞ্চল এলকায় রুটিন টহল দিচ্ছিলেন জওয়ানরা। সে সময় জঙ্গলের এক জায়গায় বহু গরু বেঁধে রাখা হয়েছে বলে এক তথ্য পান তাঁরা। সে অনুযায়ী অভিযান চালিয়ে ঘন জঙ্গলে ১৬৪টি গরুকে বন্ধনমুক্ত করে উদ্ধার করেন জওয়ানরা। এদিকে একইদিন আন্তঃর্জাতিক অন্য সীমান্ত এলাকা খেকে আরও ৪৪টি গরু উদ্ধার করেন বিএসএফ-এর আরেক দল। গরুগুলি সময়-সুযোগে বাংলাদেশে পাচারের জন্য বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা বিএসএফ-এর।

বিএসএফ-এর সূত্রটি জানিয়েছে, মেঘালয়ের সীমান্তে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১,৩২৭টি গরু। সেগুলি বিভিন্ন বিওপিতে রাখা আছে, নিলামের জন্য। ইতিমধ্যে ১,১২৪টি গরু নানা কারণে মারা গেছে বলে জানায় সূত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *