পর্যটকদের উত্তরপূর্ব সফরের আহ্বান, সব বিমান নিয়মিত চলাচল করছে : এএআই-এর আঞ্চলিক অধিকর্তা

গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত বিমানবন্দর খোলা রয়েছে। সমস্ত বিমান নিয়মিত যাতায়াত করছে। এরই পরিপ্রেক্ষিতে দেশ বিদেশের সমস্ত পর্যটকদের উত্তর-পূর্বাঞ্চল ভ্রমণ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন এয়ারপর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-র রিজিওনাল ডিইরেক্টর সঞ্জীব জিন্দাল। 

এক প্রেস বিবৃতি জারি করে এএআই-এর আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন, পর্যটকরা ভীত না পেয়ে নির্দ্বিধায় নির্ভয়ে উত্তর-পূর্বাঞ্চল ভ্রমণে আসতে পারেন। নিশ্চিন্তে ছুটি কাটিয়ে যেতে পারেন। 

প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অসমে পর্যটকদের প্রচণ্ড আনাগোনা হয়, বেজায় ভিড়ে ঠাসা থাকে বিমানবন্দর। শীতের মরশুমে এই সময় এখানকার আবহাওয়া খুব ভালো থাকে। বেড়ানোর পক্ষে এটাই উপযুক্ত সময়। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদে উত্তাল রাজ্য। তাই পর্যটকরা ভয়ে অসমে আসছেন না। বহু পর্যটক অগ্রিম টিকিট কেটে এখন অসম ভ্রমণের সফরসূচি বাতিল করে দিচ্ছেন। 

প্রেস বিবৃতিতে আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব জিন্দাল বলেন, ১৪ ডিসেম্বর থেকে সমস্ত বিমান নির্ধরিত সময়েই চলাচল করছে। সংখ্যায় কম হলেও পর্যটক আসতে শুরু করেছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তাতে পর্যটকদের ওপর বিশেষ প্রভাব পড়েনি। পর্যটকরা অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যেমন মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ঘুরে যেতে পারেন। তিনি আরও বলেন, সমস্ত বিমানবন্দর সুরক্ষিত। নিশ্চিন্তে পর্যটকরা আসতে পারেন।