BRAKING NEWS

রেগায় সুশাসন কার্যকরে পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ এমজিএনরেগায় সুশাসন কার্যকর করায় পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে এমজিএনরেগা-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প সফলভাবে রূপায়ণের জন্য ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে পুরসৃকত হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক বিভিন্ন ক্যাটাগরিতে ত্রিপুরাকে ১৩টি পুরস্কার দিয়েছে৷ মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হল-এ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা পঞ্চায়েতমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


এদিন তিনি জানান, এমজিএনরেগায় সুশাসন কার্যকর করার ক্ষেত্রে পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ কাজ সম্পন্ন করার হারের ক্ষেত্রে পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয়৷ তিনি বলেন, এমজিএনরেগায় গোমতি জেলা সফলভাবে রূপায়ণে উল্লেখযোগ্য কাজের জন্য পার্বত্য রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার গোমতি জেলা পুরসৃকত হয়েছে৷ পাশাপাশি রাজ্যের গোমতি জেলা পার্বত্য রাজ্যগুলির মধ্যে জেলাস্তরে এমজিএনরেগায় কর্মসূচি সফল রূপায়ণের ক্ষেত্রে ওই জেলা দ্বিতীয় স্থান পেয়েছে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, পার্বত্য রাজ্যগুলির মধ্যে ব্লকস্তরে এমজিএনরেগায় কর্মসূচি সফল রূপায়ণের ক্ষেত্রে রাজ্যের গোমতি জেলার করবুক ব্লক প্রথম স্থান পেয়েছে৷ পার্বত্য রাজ্যগুলির মধ্যে জিও এমজিএনরেগার সফল রূপায়ণের উদ্যোগের ক্ষেত্রে খোয়াই জেলার তেলিয়ামুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রথম স্থান পেয়েছেন৷ তাছাড়া, পার্বত্য রাজ্যগুলির মধ্যে গ্রাম পঞ্চায়েতস্তরে এমজিএনরেগায় কর্মসূচির সফল রূপায়ণে উল্লেখযোগ্য কাজের জন্য উত্তর ত্রিপুরা জেলার লালজরি ব্লকের জমারাইপাড়া পঞ্চায়েত পুরসৃকত হয়েছে৷


তিনি জানান, ইনস্টিটিউশন বিল্ডিং, ক্যাপাসিটি বিল্ডিং রূপায়ণের ক্ষেত্রে ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছে৷ উত্তর-পূর্বাঞ্চল এবং পার্বত্য রাজ্যগুলির মধ্যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় সেরা কাজের জন্য ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার পেয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রথম পর্যায়ের গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলে এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং হিমালয়ান রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে৷ এ ক্ষেত্রে ত্রিপুরার সিপাহিজলার কাঁঠালিয়া ব্লক প্রথম স্থান অর্জন করেছে৷ পঞ্চায়েতস্তরের প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) কাজের রূপায়ণের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মোহনভোগ আরডি ব্লকের দশরথবাড়ি এডিসি ভিলেজের বিএসি চেয়ারম্যান বসিলাকুমার নোয়াতিয়া পুরস্কার পেয়েছেন৷


উপমুখ্যমন্ত্রী আরও জানান, পঞ্চায়েতস্তরে এ ক্ষেত্রে সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব পঙ্কজ সাহা অসামান্য অবদানের জন্যও পুরস্কার পেয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরার জন্য এটা গর্বের এবং আনন্দের দিন৷ রাজ্যে রেগার মাধ্যমে গ্রামে স্থায়ী সম্পদ সৃষ্টি করার মুখ্য উদ্দেশ্যে নিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ কাজ হচ্ছে আউটপুট ভিত্তিক৷ তিনি বলেন, আগামীতে রেগার মাধ্যমে রাজ্যের ৮টি জেলায় ৮টি বড় প্রকল্পের কাজ হবে৷ চলতি বছরে রেগায় বেশিরভাগ কাজই এডিসি এলাকায় হয়েছে৷ কাজ হয়েছে প্রায় ৭৯.১৯ শতাংশ৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যের ১২টি ব্লককে অ্যাশপিরেশনেল ব্লক করা হয়েছে৷ চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী এই ব্লকগুলির মধ্যে গঙ্গানগর ৯১ শতাংশ, ছামনু ৮৮ শতাংশ এবং দশদাতে ৫৮ শতাংশ গড় শ্রমদিবসের কাজ হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যে রেগায় ৪৫ শতাংশ গড় শ্রমদিবসের কাজ হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *