BRAKING NEWS

সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে কংগ্রেস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে অপপ্রচার চালানোর জন্য কংগ্রেস সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংসদের নিম্নকক্ষ লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের বিরোধিতায় সরব হয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূল কংগ্রেসের মত দলগুলি। পাশাপাশি আইনের বিরোধিতায় হিংসাত্মক পরিস্থিতি দেখা দেয়। এই হিংসার পেছনে যে কংগ্রেসের উস্কানি রয়েছে রবিবার রামলীলা ময়দানের জনসভায় এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেন, সিএএ, এনআরসি নিয়ে মিথ্যা কথা রটানো হচ্ছে। কংগ্রেস এবং তাদের বন্ধু শহুরে মাওবাদীরা অপ্রচার চালিয়ে রটাচ্ছে যে সমস্ত মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর দাবি আইনটি না পড়েই এমন দাবি করছে কংগ্রেস। তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে জানিয়েছেন, ভারতে বসবাসকারি মুসলমান, যাদের পূর্বপুরুষ এই ভারতের সন্তান, তাদের এনআরসি এবং সিএএ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তাদের ডিটেনশন ক্যাম্পেও পাঠানো হবে না বা দেশছাড়াও হতে হবে না। মুসলমান সহ কোনও ভারতীয়কেই সিএএ এবং এনআরসি নিয়ে চিন্তা করতে হবে না। ১৩০ কোটি দেশবাসীর সঙ্গে এই আইনের কোনও সম্পর্ক নেই।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, দলিত, গরিব, বঞ্চিতদের জন্য লোকসভা এবং রাজ্যসভায় সিএএ আইন পাশ করা হয়েছে। সংসদে পাশ হওয়া এই আইনটি সকলের সম্মান করা উচিত। ভুয়ো ভিডিও পোস্ট এবং উত্তেজক মন্তব্য করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে বিরোধীরা। বৈচিত্র্যের মধ্যে একতাই যে ভারতের চারিত্রিক বৈশিষ্ট তাও মনে করে দিয়েছেন তিনি।

অনুপ্রবেশকারী এবং উদ্বাস্তুদের মধ্যে ফারাকের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারী কখনও নিজের পরিচয় প্রকাশ্যে আনে না। অন্যদিকে উদ্বাস্তুরা নিজের পরিচয় গোপন করে না।

উল্লেখ করা যেতে পারে,  সংসদের নিম্নকক্ষ লোকসভার পর উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *