BRAKING NEWS

যীশু খ্রীষ্ট’র জন্মদিন, রাজ্যে প্রস্তুতি চলছে জোর কদমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ বড়দিনের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি চলছে জোর কদমে৷ দোকানে-দোকানে বাহারি সামগ্রীর পসরা সাজিয়ে বসে রয়েছেন ব্যবসায়ীরা৷ বিকিকিনিও অল্প বিস্তর শুরু হয়ে গেছে৷ তেমনি, মরিয়ম নগরে ক্যাথলিক চার্চেও প্রস্তুতির ধুম পড়েছে৷ যীশুর জন্মদিন প্রতিবছরই ওই চার্চে মহা ধুমধামে পালিত হয়৷ অবশ্য, সারা ত্রিপুরাতেই ওইদিনটিতে উৎসবের আমেজেই পালন করা হয়৷ জাতি-জনজাতি উভয় অংশের মানুষ নিজ নিজ কায়দায় বড়দিনের আনন্দ উপভোগ করে থাকেন৷


২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্ট-র জন্মদিন গোটা বিশ্বে পালিত হয়৷ শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার অন্যতম প্রধান কারিগর সান্তা দাদুকে নিয়েও কচিকাঁচাদের মধ্যে এক আলাদা উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়৷ ফলে, ওইদিন উপহারের আদান-প্রদান উৎসবের পরিবেশকে আরো রঙিন করে তোলে৷
বড়দিনের উৎসবকে কেন্দ্র করে আগরতলায় বিভিন্ন দোকানে বাহারি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা৷ সান্তা, বেল, সান্তা ড্রেস, টুপি, এছাড়া বিভিন্ন ধরনের ষ্টার, বাহারি বেলুন, খ্রীষ্টমাস ট্রি এইসব বিশেষ আকর্ষণ হিসেবে দোকানে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে৷ সাধারণত, ওই সমস্ত সামগ্রী প্রতিবার বিক্রি হচ্ছে৷ তবে, এবার ডিজাইন অনেকটাই অন্যরকম বলে দাবি ব্যবসায়ীদের৷ বিশেষ করে, সান্তা পুতুল এবং নতুন ডিজাইনের বেল এবছরই আগরতলার বাজারে আনা হয়েছে৷


ব্যবসায়ীদের দাবি, এবছর আকর্ষণীয় ডিজাইনের সমস্ত সামগ্রী আনা হয়েছে৷ খ্রীষ্টমাস উপলক্ষ্যে প্রত্যেকটা সামগ্রীর দারুন কদর হবে বলে তাঁরা আশাবাদী৷ তবে, বাজারে ক্রেতাদের ভিড় এখনো লক্ষ্য করা যাচ্ছে না৷ কিন্তু, এই পরিস্থিতি বদলাবে বলে নিশ্চিত ব্যবসায়ীরা৷ জনৈক ব্যবসায়ী বলেন, বড়দিনের বাজার এখনো জমে উঠেনি৷ তবে, সময় এখনো রয়েছে৷ বিকিকিনি বাড়বে, আশা প্রকাশ করে বলেন তিনি৷ এদিকে, খ্রীষ্টমাস-র বাজার সেরে জনৈক ক্রেতা বলেন, সান্তা ড্রেস এবং টুপি নিয়েছি৷ তিনি বলেন, দাম অন্যান্য বছরের তুলনায় দাম সামান্য বেশি৷


এদিকে, মরিয়ম নগর চার্চে যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালনে প্রস্তুতি জোর কদমে চলছে৷ ফাদার এব্রাহাম বলেন, প্রতিবছর এই গির্জায় যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালন করা৷ এরই অঙ্গ হিসেবে নয়দিন ধরে আমরা বিশেষ প্রার্থনা করে থাকি৷ তাছাড়া, আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম দিয়ে গির্জাঘর সাজানোর কাজ চলছে৷ তিনি আরও বলেন, বড়দিন উপলক্ষ্যে বিরাট মেলার আয়োজন করা৷ এছাড়া, বাড়িঘরে ইতিমধ্যেই বিভিন্ন ধারণার খাবার প্রস্তুত হচ্ছে৷ তাঁর কথায়, সারা বিশ্বে শান্তির বার্তা ছাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যীশু খ্রীষ্ট-র জন্মদিনে আমরা সকলে মিলে প্রার্থনা৷প্রভু যীশুর আশীর্বাদে সকলের কল্যাণ হোক, এই কামনা করি৷তিনি আশা প্রকাশ করে বলেন, জাতি-উপজাতির মিলনে বড়দিনের উৎসব আরো রঙিন হয়ে উঠবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *