নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ ডিসেম্বর ৷৷ বড়মুড়া পাহাড়ের পাদদেশে শুখা মরশুমের শুরুতেই নেমে আসতে শুরু করেছে হাতির দল৷ তাতে সমতল এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত৷ উন্মত্ত হাতির তাণ্ডব মোকাবিলা করতে বনকর্মীরা এগিয়ে গেলে বনদস্যুদের হামলার শিকার হন৷ বন দপ্তরের গাড়ি ভাঙচুর করা হয়৷ বনদস্যুদের আক্রমণে দুই বনকর্মী গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া গ্রামে৷

পাহাড়ে শুখা মরশুমে খাদ্যাভাব দেখা দেওয়ায় প্রতিবছরই হাতির দল সমতল এলাকায় নেমে আসে৷ হাতির তাণ্ডবে দিশেহারা কৃষক সহ সকল অংশের মানুষজন৷ হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীরা রাত জেগে পাহাড়া দিয়েও নিস্তার পাচ্ছেন না৷ বনকর্মীরাও বন্য হাতির তাণ্ডব মোকাবিলায় চেষ্টা চালাচ্ছেন৷
এরই মধ্যে বুধবার বন্য হাতির তাণ্ডব মোকাবিলা করতে এগিয়ে গেলে বন দপ্তরের গাড়ি আটক করে ভাঙচুর ও বন কর্মীদের উপর হামলা চালায় কতিপয় বনজ সম্পদ পাচারকারীরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে বন দপ্তরের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর এলাকায় বন্য হাতির তাণ্ডব চলছে এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়ার বনকর্মীরা দুটিভাগে বিভক্ত হয়ে মুঙ্গিয়াকামীর শ্রীরাম খরা এবং কৃষ্ণপুরে যায় বুধবার সন্ধ্যা ৫টা নাগাদ৷ কৃষ্ণপুরের লাগোয়া বালুছড়া এলাকায় বন কর্মীরা আসতেই একদল বনদস্যু বন কর্মীদের গাড়িটি আটকিয়ে ভাঙচুর চালায়৷ বনদস্যুদের মারধরে আহত হয় দুই বন কর্মী৷
তারা হলেন, মনীন্দ্র মুন্ডা এবং মঙ্গল চন্দ্র সাহা৷ এই খবর তেলিয়ামুড়াস্থিত ফরেস্ট ডিভিশনে পৌঁছা মাত্রই এসডিএফও, তেলিয়ামুড়া মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে যান৷ এদিকে আহত দুই বনকর্মীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ উচ্ছৃঙ্খল যুবকরা বনদস্যু৷ কারণ এইসব বন মাফিয়ারা রাতের অন্ধকারে বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে পাচার করে৷ কিন্তু বনকর্মীরা শক্তপোক্ত ভাবে টহলদারি দেওয়াতে বন মাফিয়াদের পাচার বাণিজ্যে ব্যাঘাত ঘটার কারণেই এই আক্রমণের শিকার হয় বনকর্মীরা৷ এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজধানী থেকে বন দপ্তরের সিসিএফ অমিত শুক্লা৷ তিনি এলাকাবাসীদের সাথে কথা বলেন, ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন৷

