BRAKING NEWS

প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেডে অবিশ্বাস্য গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

তুরিন, ২০ ডিসেম্বর (হি.স.) : মাটি থেকে প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেডে অবিশ্বাস্য গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । যার জেরে সোশ্যাল মিডিয়া জুড়ে সিআরসেভেন-কে নিয়ে উচ্ছ্বাস।

আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখবেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । যে বয়সে ফুটবলাররা বুট জোড়া তুলে রেখে অবসর সময় কাটায়। সেই সেই বয়সে অবিশ্বাস্য গোল করে সোশ্যাল মিডিয়া ঝড় তুললেন সিআরসেভেন । গত বুধবার সাম্পডোরিয়ার বিরুদ্ধে ইতালির ক্লাব জুভেন্তাসের হয়ে মাটি থেকে প্রায় সাড়ে ৮ ফুট লাফিয়ে শূন্যে থেকেই হেডে অবিশ্বাস্য গোল রোনাল্ডো । ওই গোলেই সাম্পডোরিয়ার বিরুদ্ধে ২-১-এ জয় পায় জুভেন্তাস। তাঁর এই অবিশ্বাস্য গোল নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে উচ্ছ্বাস।

বিশ্ব ফুটবলে এখন একটাই আলোচনা, অত উঁচুতে কিভাবে লাফালেন রোনাল্ডো! হিসেব করে দেখা গেছে, হেডে এই গোল করতে গিয়ে তুরিন তারকা বাতাস কেটে ২.৫৬ মিটার (প্রায় ৮ ফুট ৪ ইঞ্চি) উপরে ওঠেছেন। যেটা তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না।

মহাতারকার এই লাফের তুলনা করা হচ্ছে এনবিএ-তে বাস্কেট করার লাফের সঙ্গে। ফুটবল তারকা নিজে অবশ্য বলছেন ‘এয়ার জর্ডান’। সোশ্যাল মিডিয়ায় এই গোলের ছবি পোস্টও করেছেন তিনি।
সেই গোলের পর রোনাল্ডো বলেন, ‘আমি ২.৫৬ মিটার লাফ দিয়েছিলাম? আমি জানতাম না। এটা চমৎকার গোল ছিল এবং দলকে পয়েন্ট এনে দিতে পেরে আমি খুশি। আমি এই ফলাফলে আনন্দিত এবং ম্যাচটি খুব কঠিন ছিল। সাম্পদোরিয়া ভাল খেলেছে।’

অতীতে রিয়্যাল মাদ্রিদে থাকাকালীন এই জুভেন্তাসের বিরুদ্ধেই বাইসাইকেল কিকে গোল করে অভিবাদন কুড়িয়েছিলেন পর্তুগিজ তারকা। এবার ‘সেরি এ’-তে সাম্পডোরিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য গোল করে নজর কাড়লেন সিআরসেভেন। এই নিয়ে চলতি মরশুমে ১২টি গোল হয়ে গেল তাঁর।

অথচ মাস কয়েক আগে হাঁটুর চোটে ভুগেছিলেন রোনাল্ডো। কিন্তু তা কাবু করতে পারেনি তাকে। সেই সময়ের কথা স্মরণ করে সিআর সেভেন বলেন,‘এক মাস আগে আমার হাঁটুতে সমস্যা হচ্ছিল। তবে তার থেকে আরোগ্য লাভ করেছি এবং আমি শারীরিকভাবে এখন সম্পূর্ণ ফিট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *