গুয়াহাটি, ১৯ ডিসেম্বর (হি.স.) নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) বাতিলের দাবিতে সমগ্ৰ রাজ্যে তীব্ৰতর হয়েছে প্ৰতিবাদ। বিগত কয়েকদিন ধরে রাজ্যের আনাচে-কানাচে বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি সাধারণ জনতা এই আইনের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আজও এর ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার গুয়াহাটি ক্লাবে সিএএ বাতিলের দাবিতে কয়েকটি সংগঠন প্রতিবাদে বসেছে।
রাজ্য প্ৰশাসনের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে বেশ কয়েকটি দল ও সংগঠন পৃথক পৃথকভাবে দুটি সভা অনুষ্ঠিত করে সিএএ-বিরোধী স্লোগান দিয়ে গুয়াহাটি ক্লাব চত্বর উত্তাল করে তুলে। নাগরিকত্ব (সংশোধনী) আইন বাতিলের দাবি গুয়াহাটি ক্লাব চত্বরে প্ৰতিবাদে বসেন অসম সংগ্ৰাম পরিষদের কর্মকর্তা ও সদস্যরা। প্রতিবাদী সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির পদাধিকারীদের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। প্ৰতিবাদস্থলে ছিলেন প্রবীণ সাংবাদিক হায়দর হুসেন, মনজিত মহন্ত, নারায়ণ শৰ্মা, আলোচনাপন্থী তথা প্রাক্তন আলফা নেতা অনুপ চেতিয়া, প্রদীপ গগৈ প্রমুখ বিশিষ্টরা। এঁরা সকলে নাগরিকত্ব (সংশোধনী) আইনের তীব্ৰ বিরোধিতা করে বক্তব্য পেশ করেছেন।
‘প্ৰতিবাদকারীদের ভাষা বোঝার চেষ্টা না করে জনগণের কণ্ঠ দমনের জন্য রাষ্ট্ৰ যে দমন নীতি গ্ৰহণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়’ বলে মত প্ৰকাশ করেন প্ৰাক্তন আলফা নেতা অনুপ চেতিয়া। এই প্ৰতিবাদী কাৰ্যসূচিতে সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু)-এর কেন্দ্ৰীয় সমিতির প্রধান উপদেষ্টা আজিজুর রহমান এই ‘জাতিধ্বংসী আইন’-এর বিরুদ্ধে রাজ্যের সব প্ৰান্তে গণতান্ত্ৰিক প্ৰতিবাদ অব্যাহত থাকবে বলে হঙ্কার দেন।
এদিকে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরোধিতা করে সমগ্ৰ দেশে বৃহস্পতিবার প্ৰতিবাদী কাৰ্যসূচি গ্ৰহণ করেছে বাম গণতান্ত্ৰিক মঞ্চ। এরই অঙ্গ হিসেবে আজ গুয়াহাটি ক্লাব চত্বরে বাং গণতান্ত্ৰিক মঞ্চ-এর অসম শাখা সিএএ-এর বিরুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত করেছে। প্ৰথমে অবস্থান এবং পরে গুয়াহাটি ক্লাব থেকে দিঘলি পুখুরি পার্ক পর্যন্ত এক মিছিল সংগঠিত করে বাম গণতান্ত্ৰিক মঞ্চ, অসম। মঞ্চের যুবা থেকে বয়োজ্যেষ্ঠ কৰ্মীরা আজকের এই প্ৰতিবাদী কার্যসূচির মাধ্যমে ক্ষমতাসীন সরকারের সমালোচনা করেছেন। তাঁরা অখিল গগৈ, পাৰ্থপ্ৰতিম বরকটকি, ধৈৰ্য কোঁওর, মানস কোঁওর, লক্ষ্যজ্যোতি, বিতু সনোয়ালকে শীঘ্র নিঃশর্তে মুক্তির দাবি তুলেছেন।