
জেনেভা, ১৮ ডিসেম্বর (হি.স.) : কাশ্মীর ইস্যুতে চিনকে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে মুখ পুড়তে হল। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং ইংল্যান্ড ভারতে এই বৈঠকে যোগদান করেছিল। সূত্রের খবর, মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর ইস্যুর বিষয়ে জোর দিয়েছিল। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা সরিয়ে নেওয়া উচিত তা বিবেচনায় করা উচিত। কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলতে বার বার চিনকে অনুরোধ করেছিল পাকিস্তান। কারণ চিন পরিষদের স্থায়ী সদস্যী দেশ। তাই ঘনিষ্ঠ বন্ধুর আবদার রাখতে অতি সক্রিয় হয়েছিল চিন।
পাকিস্তানের আবদার ছিল, জম্মু-কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে ফের প্রস্তাব আনতে জোরালো চেষ্টা চালাক চিন। ফলে ভারতীয় সময় মঙ্গলবার রাতে নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিল স্থায়ী পাঁচ সদস্যা দেশ। যথারীতি তাতে চিন-পাকিস্তান যুগলবন্দির মুখ পুড়ল। ভারত বিরোধী প্রস্তাব পাশ করাতে পারেনি চিন। কারণ রাশিয়া, আমেরিকা, ফ্রান্স ভেটো প্রয়োগ করে চিনের একক অপচেষ্টা বাতিল করে দিয়েছে। চলতি বছরের আগস্ট মাসে আগেও তাই’ই হয়েছিল। মঙ্গলবার রাতে প্রস্তাবটি পেশ করা মাত্র ফ্রান্সের প্রতিনিধি বিরক্তির সুরে জানান, কাশ্মীর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যান্তরীণ বিষয়। এটা নিয়ে পরিষদে কোনওমতেই আলোচনা এখানে হবে না। ফ্রান্সের বক্তব্যস একবাক্যে সমর্থন করেন রুশ, মার্কিন, ব্রিটেনের প্রতিনিধিরা। তাতে সায় দেন জার্মান ও পোল্যাসন্ডের প্রতিনিধি। ফলে খারিজ হয়ে যায় চিনের প্রস্তাব। সূত্রের খবর, নিউ ইয়র্কে প্রস্তাব খারিজ হওয়ার এই খবর শুনেই সুদূর ইউরোপ সফররত ইমরান হাড়ে চটে যান। ক্ষোভ উগরে দেন ভারতের বিরুদ্ধে। রাজনৈতিক মহলের মতে, সারা বছরের বিশ্বস্ত বন্ধু পাকিস্তানের মন রাখতেই চিন এই চেষ্টা চালাচ্ছে।

