নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ ডিসেম্বর ৷৷ মঙ্গলবার দুপুরে চড়িলাম মধ্যপাড়াস্থিত এলাকায় এখ পঞ্চার্র্শেদ্ধ এক ব্যক্তি নীজ ঘরের তিরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়৷ প্রতিদিনের ন্যায় দুপুরে ভাত দিতে এসে দেখতে পায় মৃতের বড় ভাইয়ের স্ত্রী৷ ঘটনার খবর যায় বিশালগড় থানায়৷

পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় থাকা মৃত দেহটি নামিয়ে আসে৷ পুলিশেড এএসআই সুমন্ত দেববর্মা জানায় মৃত ব্যক্তির নাম নেপাল দেবনাথ (৪৯)৷ জানা যায় তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন৷ শারীরিক অবস্থাও ভালে ছিল না, তার পাশাপাশি পারিবারিক সমস্যাও থাকতে পারে বলে জানান এলাকাবাসীরা৷ মৃত নেপাল দেবনাথেড এক ছেলে এক মেয়ে৷ ছেলে অভিজিৎ দেবনাথ ব্যাঙ্গালোরে কাজ করেন৷ আর স্ত্রী বাড়িতে থাকেন না৷ পুলিশের ধারনা মদমত্ত হয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন তিনি৷

