সাহেবগঞ্জ, ১৭ ডিসেম্বর (হি. সি.) : মঙ্গলবার বীর শহীদ সিধু কানহুর জন্মস্থান ঝাড়খন্ডের ভগনাডিহি গ্রামে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন জনসভায় বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস দেশের মুসলমানদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং এনআরসি নিয়ে বিরোধী দলগুলি মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে। কংগ্রেস ও তাঁদের জোট শরিকদের চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কংগ্রেস এবং তাঁদের সহযোগীদের চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি তাঁদের সাহস থাকে তাহলে প্রকাশ্যেই ঘোষণা করুক প্রতিটি পাকিস্তানি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেবে| এই ঘোষণা করার পর থেকে ভারতের মানুষ তাদের গণনা শুরু করে দেবে।
এদিন জনসভায় বক্তব্য রাখার শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, ‘যখন পদ্ম ফুল ফোটে তখন দরিদ্র, মহিলা, যুব সম্প্রদায় এবং গোটা সমাজেরই ভালো হয়|’ সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতীয় মুসলিমদের ভয় দেখানোর জন্য মিথ্যার পরিবেশ তৈরি করছে কংগ্রেস এবং তাঁদের সহযোগীরা| তাঁরা হিংসা ছড়াচ্ছে, নাগরিকত্ব সংশোধনী আইন কোনও ভারতীয় নাগরিকের অধিকার লোপ করবে না, ক্ষতিও করবে না|’
জনসভায় প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের অন্তিম দফার জনসভা বাবা বাগেশ্বর নাথের সান্নিধ্যে হচ্ছে এটা আমার সৌভাগ্য| ঝাড়খণ্ডে চার দফার ভোট-পর্ব শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে.. ঝাড়খণ্ডের ভোটাররা নির্ভয়ে এবং ভয় ছাড়াই ভোট দিয়েছেন| এবারও সর্বত্র ধ্বনি উঠছে-ঝাড়খণ্ড ডেকেছে, ফের বিজেপি|’
এদিনের জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কংগ্রেস এবং তাঁদের সহযোগীদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি সাহস থাকে তাহলে প্রকাশ্যেই তাঁরা ঘোষণা করুক প্রতিটি পাকিস্তানি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দেবে ও জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনবে|’ কংগ্রেসকে আক্রমণ করে আরও প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই ধরনের রাজনীতি বন্ধ করুন| ভারতীয় সংবিধান আমাদের একমাত্র পবিত্র গ্রন্থ| কলেজের যুবকদের কাছে আবেদন, আমাদের নীতিমালা নিয়ে বিতর্ক করুন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার আহ্বাণ জানাচ্ছি| আপনাদের কথা আমরা শুনব, তবে কিছু দল শহুরে নকশালবাদকে উস্কানি দিচ্ছে|’ বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়াদের কাছে প্রধানমন্ত্রীর আর্জি, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে অনুরোধ করছি, নিজেদের গুরুত্ব বুঝুন| এই গুরুত্বপূর্ণ সময় বোঝার জন্য অনুরোধ করছি|’ ভারতীয় মুসলিমদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস, এই দাবি করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতীয় মুসলিমদের ভয় দেখানোর জন্য মিথ্যার পরিবেশ তৈরি করছে কংগ্রেস এবং তাঁদের সহযোগীরা| তাঁরা হিংসা ছড়াচ্ছে, নাগরিকত্ব সংশোধনী আইন কোনও ভারতীয় নাগরিকের অধিকার লোপ করবে না, ক্ষতিও করবে না|’
বিজেপি আপনাদের স্বপ্ন পূরণ করতে উত্সর্গীকৃত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধীরা শুধুমাত্র মোদীকে ঘৃণা করে| জাতীয় স্বার্থের বিষয়ও হোক না কেন, সর্বদাই মোদীর প্রতি তাঁদের ঘৃণা প্রকাশ্যে| বিজেপি আপনাদের স্বার্থে ও স্বপ্ন পূরণ করতে উত্সর্গীকৃত| এজন্যই আপনাদের প্রধান সমস্যাগুলিতে আমরা মনোনিবেশ করছি| বিগত পাঁচ বছরে সড়ক ও বিদু্যতের মতো কাজের দিকে মনোযোগ দিয়েছি| বোনেদের শৌচালয় ও গ্যাস কানেকশন প্রদান করেছি|
জেএমএ, কংগ্রেস, আরজেডি এবং বামেদের নামই শুধুমাত্র পৃথক
তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, জেএমএ, কংগ্রেস, আরজেডি এবং বামপন্থীদের নামই শুধুমাত্র আলাদা| তাঁদের চিন্তাভাবনা ও কাজকর্ম একই ধরনের| ঝাড়খণ্ড নির্মাণ নিয়েও মিথ্য ও ভয়ের রাজনীতি করেছিলেন তাঁরা| ঝাড়খণ্ড যখন বিহারের অংশ ছিল, তখন সেখানকার মানুষদের মিথ্যা বলা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল|
ঝাড়খণ্ডের ১০ লক্ষ দরিদ্রদের জন্য নিজস্ব বাড়ি
গোটা দেশে কোটি কোটি দরিদ্র, খেত মজুর, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, দোকানদাররা তিন হাজার টাকার পেনশনের সুবিধা পেয়েছেন, তাও আবার কোনও বৈষম্য ছাড়াই| দেশের প্রায় ২ কোটি দরিদ্র এবং ঝাড়খণ্ডের ১০ লক্ষ দরিদ্রদের জন্য নিজস্ব বাড়ি তৈরি করা হয়েছে, কোনও বৈষম্য ছাড়াই| আয়ুষ্মান ভারতের অধীনে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা সুবিধা পাচ্ছেন দেশের প্রতিটি গরিব| এই প্রকল্পের অধীনে গোটা দেশের প্রায় ৬৭ লক্ষ এবং ঝাড়খণ্ডের ২ লক্ষেরও বেশি দরিদ্র পরিবার বিনামূল্যে চিকিত্সা পেয়েছেন|