BRAKING NEWS

শবরীমালা মামলায় শীঘ্রই গঠিত হবে সাত-সদস্যের বেঞ্চ, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): শবরীমালা মামলায় খুব শীঘ্রই গঠিত হবে সাত-সদস্যের বেঞ্চ| সাত-সদস্যের বৃহত্তম বেঞ্চেই শবরীমালা মামলার রায়ের প্রেক্ষিতে জমা পড়া পুনর্বিবেচনার আবেদনের শুনানি হবে| পরবর্তী শুনানি পর্যন্ত বিন্দু আম্মিনী এবং রেহানা ফাতিমা নামে দু’জন মহিলাকে পুলিশি সুরক্ষা প্রদানের জন্যও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত| শবরীমালা নিয়ে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়েছিল নারী-পুরুষের সমানাধিকারকে| পুরনো প্রথা ভেঙে শবরীমালার দরজা মহিলাদের জন্য খুলে দিয়েছিল সুপ্রিম কোর্ট| ২০১৮-র ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের তত্কালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শবরীমালার দরজা ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের জন্য খুলে দিয়েছিল|

সেই রায় পুনর্বিবেচনার জন্য প্রায় ৫০টি আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে| প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচজন বিচারপতির বেঞ্চে সেই সব আর্জির শুনানি হয়েছিল দীর্ঘ দিন ধরে| কিন্তু, শবরীমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশাধিকারের ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি সুপ্রিম কোর্ট| তাই গত ১৪ নভেম্বর শবরীমালা মামলা পাঠানো হয় ৭ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে| অনেক দিন হয়ে গেল, কিন্তু এখন গঠিত নয় সর্বোচ্চ আদালতের বৃহত্তম বেঞ্চ| এ প্রসঙ্গে শুক্রবার প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, শবরীমালা মন্দির নিয়ে রায়দান (মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া) হয়েছে, যদিও বিষয়টি বৃহত্তম বেঞ্চে পাঠানো হয়েছে, আমরা কোনও হিংসা চাই না| এরপরই সর্বোচ্চ আদালত জানিয়েছে, শীঘ্রই গঠিত হবে সাত-সদস্যের বেঞ্চ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *