BRAKING NEWS

বনধ : রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললো বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ বনধ নিয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বামফ্রন্ট কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জনজাতি গোষ্ঠীর বিভিন্ন সংগঠন টানা তিনদিন ধরে যে অচলাবস্থার সৃষ্টি করেছে তাতে জনগণের দুর্ভোগ চরমে উঠেছে৷ স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ থাকায় ছাত্র, শিক্ষক কর্মচারীদের ব্যাপক ক্ষতি হয়েছে৷ দোকানপাট ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে৷ তাতে সাধারণ জনগণের মনে ভিতির সঞ্চার হয়েছে৷ যানবাহন চলাচল বন্ধ থাকায় এবং ৪৮ ঘন্টাব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় জনগণ যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়েছেন৷ রাজ্য সরকার এবিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল নিয়েছেন বলে দাবি করেন বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর৷ বুধবার সন্ধ্যায় মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, বিজেপি সরকার দ্বিজাতি তত্বের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক লাভালাভের কৌশল নেবার চেষ্টা করেছে৷

আইএনপিটি, আইপিএফটি, এনসিটি এবং টিএসএফ তাদের দলীয় নেতৃত্বের নির্দেশ মানছে না৷ এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে তিনি অভিযোগের আঙুল তুলে৷ রাজ্যে হিন্দু, মুসলিম বিভেদ সৃষ্টি করে দেশের অখন্ডতা বিনষ্ট করার চক্রান্ত চলেছে বলে বামফ্রন্ট কমিটি অভিযোগ করেন৷ বিজনবাবু আরও বলেন, বর্তমান সরকার তিনব্যাপী বিক্ষোভ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি৷ এজন্য রাজ্য সরকারের কাছে জবাবদিহি করেছে বামফ্রন্ট কমিটি৷ বামফ্রন্ট কমিটি রাজ্যের শান্তিকামী জনগণের কাছে বিনিতভাবে আবেদন জানিয়েছে অতিতের ঐতিহ্য জাতি-উপজাতি উভয় অংশের মানুষের সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রাখার জন্য৷ বিজনবাবু আন্দোলনকারীদের হিংসার পথ পরিহার করে গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি দাওয়া আদায়ের পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *