BRAKING NEWS

বিলাইহামে ডাইরিয়ার প্রাদুর্ভাব, গণহারে আক্রান্ত হাসপাতালে শিশুসহ সাত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ ডিসেম্বর৷৷ শুখা মরশুমের শুরুতেই জনজাতিদের বসতি গ্রামে ডাইরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ ডাইরিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে সাত (৭) জন শিশু সহ এক যুবতী তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷


ডাইরিয়া রোগে আক্রান্ত গ্রামে গেল চিকিৎসকের নেতৃত্বে স্বাস্থ্যটিম, ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে বিলাই হাম গ্রামে যারা জ্বর ও ডাইরিয়া রোগে আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন তারা হলেন, কেম্ফরাই রিয়াং (৬), লরেন রিয়াং (২ ১/২ বছর), শিয়নজয় রিয়াং (৩), রীতা রিয়াং (১৬), অমৃত রিয়াং (১মাস), লায়ন্সমাই রিয়াং (১ ১/২) বছর, শ্রমিকা রিয়াং (১) বছর, পন্ডিতরাই রিয়াং (১২) মাস৷ রোগাক্রান্তদের মধ্যে অধিকাংশই দুগ্দপোষ্য শিশু৷


এদিনে জ্বর ও ডাইরিয়া রোগে আক্রান্তদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মৃণাল দেববর্মা৷ এ ব্যাপারে তিনি অর্থাৎ চিকিৎসক মৃণাল দেববর্মা জানান৷ জল অথবা ফুড পয়জনিং এর কারণে এমনটা হতে পারে৷ এছাড়াও তিনি বলেন, পানীয় জলের উৎস স্থল ব্যাকটেরিয়া দ্বারা দুষিত হয়ে থাকতে পারে৷ ফলে ডাইরিয়ার প্রার্দুভাব দেখা দিতে পারে৷ কারণ গ্রাম-এর মানুষজন একই জলের উৎস স্থল থেকে জল সংগ্রহ করে৷


পরে তিনি জানান, শনিবার মুঙ্গিয়াকামী হাসপাতালে থেকে একটি স্বাস্থ্য কর্মীদের টিম বিলাই হাম গ্রামে স্বাস্থ্য শিবির করে৷ এর মধ্যে মোট ১২ জন ডাইরিয়া ও জ্বরের রোগীর সন্ধান পায়৷ এর মধ্যে ৮ জন রোগাক্রান্তকে শনিবার রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এনে ভর্তি করানো হয়৷ বাকি ৪ জনকে প্রাথমিক ভাবে অষুধ দিয়ে দেওয়া হয়৷ উল্লেখ্য থাকে প্রতি শুখা মরশুমেই বিলাইহাম গ্রাম সহ উপজাতি বসতিগ্রামগুলিতে জল বাহিত রোগের প্রার্দুভাব দেখা দেয়৷ তাই এবছর ও ব্যাতিক্রম হল না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *