BRAKING NEWS

অফিসারদের আরও দায়িত্বশীল হতে বললেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর ঃ রাজধানীর মুক্তধারা মঞ্চে রবিবার অল ত্রিপুরা সিডিয়ল কাস্ট অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷ সম্মেলন থেকে সোসাইটির ৯ সদস্যক নতুন কমিটি গঠন করা হয়৷


অল ত্রিপুরা সিডিয়ল কাস্ট অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্মেলনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন সামাজিক ন্যায় ও প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, যেখানে সামাজিক ন্যায় নেই, সেখানে স্বাধীনতা সম্ভব নয়৷ অধিকারের সঙ্গে দায়িত্ববোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেও উল্লেখ্য করেন তিনি৷ ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ড . বি আর আম্বেদকর সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই সংরক্ষণ ব্যবস্থার উল্লেখ করেছেন বলেও অভিমত ব্যক্ত করেছেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷ সামজের কোন একটি অংশকে বাদ দিয়ে দেশ বা জাতির সার্বিক উন্নয়ন বা কল্যাণ কোন দিনই সম্ভব হবে না৷ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়েই স্বাধীনতায় স্বার্থকতা পরখ করেছেন সংবিধান প্রণেতা বাবা সাহেব ড. বি আর আম্বেদকর৷


উপমুখ্যমন্ত্রী বলেন, পিছিয়ে পড়া এস সি, এসটি অংশের জনগণকে সামনের সারিতে এগিয়ে নিয়ে আসার জন্য শুধুমাত্র সংরক্ষণ ব্যবস্থা থাকলেই চলবে না৷ এর সঠিক বাস্তবায়ণ প্রয়োজন৷ এস সি, এস টিদের জন্য যে বিশেষ অধিকার সংবিধানে বর্ণিত হয়েছে যেগুলিকে বাস্তবায়ণের দায়িত্ব সরকারী অফিসারদের৷ এজন্য অফিসারদের আরও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী৷ দেশ গঠনে অফিসারদের বলিষ্ট ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি৷ সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই তা বাস্তবায়িত করা সম্ভব৷ অফিসারদের প্রশংসা করে উপমুখ্যমন্ত্রী বলেন, তারা সমাজ কল্যাণে কাজ করে বলেছেন বলেই সমাজে স্থিতিশীলতা বজায় রয়েছে৷


রাজ্য সরকার সকলের উন্নয়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সকলের বিশ্বাস অর্জনই সরকারের মূল্য লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন৷ এসসি, এসটি অংশের জনগণকে যে সব অধিকার দেওয়া হয়েছে তা দয়া দাক্ষিণ্য নয়, এটি তাদের অধিকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবকা সাথ, সবকা বিকাশের যে শ্লোগান তুলেছেন তাকে স্বার্থক রূপ দিতে অফিসারদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েনে উপমুখ্যমন্ত্রী৷ সম্মেলন থেকে নয় সদস্যক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সভাপতি তপন কুমার দাস, সহ সভাপতি অনন্ত দাস, সম্পাদক বিশ্বজিৎ দাস এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন গৌরাশীষ দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *