BRAKING NEWS

আজ থেকে ৫০ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক প্রাক্তন টাইগার জঙ্গী রণজিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এবার সামিল হল ত্রিপুরা ইনডিজিনাস পিউপিলস কাউন্সিল ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট ৫০ ঘন্টার এডিসি এরিয়া বন্ধের আহ্বান জানিয়েছে তারা৷ নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে এবং তা যাতে কোন ভাবে পাশ না হয় তার পরিপ্রেক্ষিতে আগামী ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১১ ডিসেম্বর সকাল ৮ পর্যন্ত এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা ইনডিজিনাম পিউপিলস কাউন্সিল৷


রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন টিআইপিসি কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা৷ তিনি বলেন, এই নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হল রাজ্যের জনজাতি ভূমিপুত্ররা সংখ্যালঘু হয়ে পড়বে৷ বর্তমানে মোট জনসংখ্যার ৩১ শতাংশ ভূমিপুত্ররা থাকলে ও যেভাবে তারা সংখ্যা গুরু থেকে সংখ্যালঘুতে এসে দাঁড়িয়েছে তাতে এই অসাংবিধানিক বিল পাশ হলে রাজ্যে ভূমিপুত্ররা ২০২০ সালের আদমসুমারীতে এসে ১০ শতাংশ এ দাঁড়াতে পারে৷ তিনি বলেন এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা না৷


তবে নাগরিকত্ব প্রদানের ভিত্তি সাল হতে হবে ১৯৭১ এর মার্চ মাস অবদি৷ তাছাড়া এই বিলটিতে ধর্মীয় ভিত্তিকে সুরসুড়ি দেওয়ার জন্য মুসলীম সম্প্রদায়কে রাখা হয়নি যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসংখ বিধানিক৷ এই বিলটি পাশ হলে ১৯৯৩ সনে এটিটিএফ এর সঙ্গে সে চুক্তি হয়েছিল তাকে অবমাননা করত্রা হবে৷ এতে রাজ্যে শান্তির বাতাবরণ ও নষ্ট হতে পারে বলে তিনি মন্তব্য করেন৷ রঞ্জিত দেববর্মা আরও জানান ক্যাবের বিরুদ্ধে এবং জনজাতিদের স্বার্থ বক্ষগম মহারাজ প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে নতুন একটি দলের আত্ম প্রকাশ ঘটতে চলছে৷ মহারাজা দিল্লিতে ব্যস্ত থাকায় তা ঘোষণা করা সম্ভব হয়নি৷ তবে যাবতীয় সব কিছুই চুড়ান্ত করে রাখা হয়েছে৷ মহারাজ দিল্লি থেকে আসলেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আগামী এডিসি নির্বাচনেও দল অংশ গ্রহণ করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *