নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর ঃ অল ত্রিপুরা ভিক্টিমাইস টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে রবিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
রক্তদান শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে শিক্ষকরা সমাজ সচেতন তার প্রমাণ দিয়েছেন৷ শিক্ষকরা ইচ্ছে করলেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ণকে বাস্তবায়িত করতে পারেন বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, সামাজিক আন্দোলন নানা রকমের৷ এধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসম্পর্ক আরও নিবিড় হয় বলে উল্লেখ করেন তিনি৷
শিক্ষামন্ত্রী বলেন, ১০৩২৩ জন শিক্ষকের চাকরীর সময়সীমা মার্চ মাস পর্যন্ত৷ সবকিছু জেনেও তারা কোন ধরনের ধবংসাত্মক কার্যকলাপ বা মানসিকতার পরিচয় না দিয়ে সমাজ সচেতনতার পরিচয় দিয়ে জনসম্পর্ক গড়ে তুলেছেন শিক্ষকরা৷ এধরনের প্রয়াস সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷