রাঁচি, ৯ ডিসেম্বর (হি.স.) : বিজেপি সরকার রাজ্যে লুটপাট ও সন্ত্রাস খতম করেছে | রাজ্যে নিষ্কলঙ্ক সরকার দিয়েছে | সোমবার হাজারিবাগের বরহীর রসোইধমনা ময়দানের নির্বাচনী জনসভায় রাজ্যে উন্নয়নের ক্ষতিয়ান তুলে ধরে বিজেপি প্রার্থী মনোজ যাদবকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে একথা বলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস ।
ঝাড়খন্ডে চলছে বিধানসভা নির্বাচন | সরকারে থাকা এই রাজ্যে নিজেদের ক্ষমতা বজায় রাখতে মরিয়া বিজেপি | যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের পাশাপাশি নির্বাচনী প্রচারে সমগ্র রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস | সোমবার হাজারিবাগের বরহীর রসোইধমনা ময়দানে বিজেপি প্রার্থী মনোজ যাদবের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস | মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, বিজেপি সরকারের আমলে ঝাড়খণ্ডে প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। ৩০ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। লুটপাট ও সন্ত্রাস খতম করা হয়েছে। কৃষি ক্ষেত্রে ১৪.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে । রাজ্য সরকার দুর্নীতি পুরোপুরি দূর করে দিয়েছে । বিজেপি রাজ্যে জল, বন ও জমি নিয়ে চিন্তিত। আমরা দারিদ্র্যের অবসান করার সংকল্প নিয়েছি। প্রতিটি মানুষ এতে অবদান রেখেছে।
এদিন তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রের অবদান তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য কেন্দ্রের সমস্ত কোষাগার খুলে দিয়েছে । এই পাঁচ বছরে আমরা যেভাবে জনসাধারণের সেবা করেছি সেভাবে আমাদের আরও সেবা করার সুযোগ দিন | এখানে মাত্র এক টাকায় মহিলাদের নামে পঞ্চাশ লক্ষ টাকার সম্পদের রেজিস্ট্রি করা হয় । মোদী সরকার বিগত পাঁচ বছরে ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য তিন লক্ষ কোটি টাকা দিয়েছে। দরিদ্রদের জন্য বহু প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যের গরিব মহিলারা সখী মণ্ডল থেকে সাহায্য পাচ্ছেন। সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমরা মা ও বোনদের জীবনযাত্রার মানোন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দরিদ্ররা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা পাচ্ছেন। যাদের বাড়ি নেই তাদের ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী । বিজেপি ঝাড়খণ্ডে একটি কলঙ্কহীন সরকার দিয়েছে। উন্নয়নের গড়ি এগিয়ে নিয়ে গিয়েছি । পাঁচ বছরের ডাবল ইঞ্জিন সরকার রাজ্যজুড়ে সড়ক সম্প্রতিসারণের কাজ করেছে ।
এদিনের সভায় বিজেপির প্রার্থী মনোজ যাদব বলেন, ঝাড়খণ্ডের বিজেপি সরকার প্রতিটি গ্রামকে বদলে দিয়েছে। বিজেপি সরকার সাবকা সাথ সাবকা বিকাশের স্লোগানকে বাস্তবায়িত করেছে । দিল্লি থেকে রাঁচি পর্যন্ত প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মিলে রাজ্যের সার্বিক উন্নয়ন করেছেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাংসদ অন্নপূর্ণা দেবী, জয়ন্ত সিনহা, জেপি প্যাটেল সহ বিজেপির একাধিক নেতা ।