অনুপ্রবেশকারীদের উপড়ে ফেলতেই এনআরসি, দাবি রাজনাথের

ধানবাদ(ঝাড়খন্ড), ৮ ডিসেম্বর (হি.স.) : অনুপ্রবেশকারীদের উপড়ে ফেলতেই গোটা এনআরসি কার্যকর করা হবে রবিবার জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি আরও বলেন যে বিজেপি যে প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে।

এদিন ঝাড়খন্ডের ঝরিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়িয়ে দিতেই গোটা দেশে এনআরসি জারি করা হবে। প্রতিবেশী রাষ্ট্রে ধর্মের নামে নিপীড়িত হওয়া সাধারণ মানুষকে উদ্ধার করতেই নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করে উন্নয়নের পথে নিয়ে আনা হয়েছে উপত্যকাকে। সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে। অন্যায়ের কাছে কখনও নতিস্বীকার করেনি বিজেপি। ভারত এখন আর আগের মত নেই। সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারার ক্ষমতা রয়েছে ভারতের।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথা উল্লেখ করে রাজনাথ সিং জানিয়েছেন, আগে বিরোধীরা বলত নির্বাচন এলেই রাম মন্দিরের কথা ওঠে। কিন্তু এখন পরিমাণ সবার জানা। অযোধ্যায় এখন সুবিশাল মন্দির নির্মাণ করা হবে। রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি জানান, বিজেপি ঝাড়খন্ডের জন্য যে পরিমাণ উন্নয়ন করেছে। তেমন উন্নয়ন আর কেউ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *