নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ভারতের বুকে বাঙালী জাতিসত্ত্বা আজ এক চরম বিপদের সম্মুখীন৷ অসম, ত্রিপুরা তথা ভারতবর্ষ বাঙালীদের জন্মস্থান বা স্বদেশ হলেও, স্বাধীনতা আন্দোলনে বিশাল ত্যাগ তিতিক্ষা ও দেশ গঠনে বিরাট অবদান থাকা সত্ত্বেও এদেশে এখন বাঙালীদের স্থান হচ্ছেনা৷

রাঙালীর শৌর্যবীর্যের কাছে বার বার পর্যুদস্তু হয়ে ব্রিটিশ শক্তি বাঙালীকে শায়েস্তা করবার জন্যে বিপ্লবীদের ফাঁসীতে ঝুলিয়ে, দ্বীপান্তরে পাঠিয়ে যখন নিজেদেরকে নিরাপদ মনে করতে পারল না তখন তারা ‘হাতে মারি না তো ভাতে মারি’ কৌশলের অঙ্গ হিসেবে বৃহত্তর বাংলার খনিজসমৃদ্ধ ও কৃষিসমৃদ্ধ বিভিন্ন অঞ্চলকে বিহার, উড়িষ্যা ও অসম প্রদেশের সঙ্গে জুড়ে দেয়৷
শেষ প্রতিহিংসা চরিতার্থ করতে বঙ্গবঙ্গ তথা দেশভাগের মাধ্যমে এরা বাঙালী জাতির চরম সর্বনাশ করে৷ স্বাধীনতা তথা দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে বাঙালীদের ভাগ্যের একী মির্মম পরিণতি৷ যদি আর একটা জাতির উপর এই অবিচার নেমে আসত এতদিনে কুরুক্ষেত্র হয়ে যেত সারা দেশে৷ কিন্তু শুধু রাজনীতিই হয়েছে এতকাল, হতভাগ্য বাঙালীর পাশে আজ পর্যন্ত কেউ দাঁড়ায়নি-না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি৷
বাঙালী বিরোধী শক্তির এখন সর্বশেষ সংযোজন হল এনআরসির মাধ্যমে বিদেশি তথা রাষ্ট্রহীন বানিয়ে বাঙালী জাতি সত্ত্বাকে সমূলে ধবংস করে দেওয়া৷ এরই প্রতিবাদে এনআরসির অজুহাতে বাঙালীকে রাষ্ট্রহীন করার প্রতিবাদে আগামী ১৪ই ডিসেম্বর রাজধানী আগরতলায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে আমরা বাঙালী দল৷ বুধবার এক সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালী দলের পক্ষ থেকে একথা জানানো হয়েছে৷

