BRAKING NEWS

রাজ্যে পিপিপি মডেলে মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ পিপিপি মডেলে ত্রিপুরায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে অ্যাপেলো গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে৷ আজ গ্রুপ চেয়ারম্যান ভি সত্যনারায়ণ রেড্ডি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন৷ সম্ভবত আগরতলায় আইজিএম হাসপাতালে নবনির্মিত বহুতল ভবনে মাল্টি স্পেশালিটি ইউনিট গড়ে তুলার প্রক্রিয়া শুরু হবে৷ তাতে, হৃদরোগ, কিডনি এবং স্নায়ু রোগের বিশেষজ্ঞ চিকিৎসা মিলবে৷ ওই হাসপাতাল গড়ে উঠলে ত্রিপুরায় ২৪ লক্ষ ১৩ হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কারণ, তাঁদের ২০২০ সালের মধ্যে আয়ুষ্মান কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷


আজ ভি সত্যনারায়ণ রেড্ডি বলেন, ত্রিপুরায় পিপিপি মডেলে হাসপাতাল খোলার জন্য রাজ্য সরকার অ্যাপেলো গ্রুপকে আমন্ত্রণ জানিয়েছে৷ তাতে, আমরাও আগ্রহ প্রকাশ করেছি৷ তাঁর কথায়, ত্রিপুরার প্রচুর রোগী কলকাতা এবং চেন্নাই -এর অ্যাপেলো হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন৷ নিজ রাজ্যেই ওই চিকিৎসা মিললে রোগীরা উপকৃত হবেন৷ তাই, পিপিপি মডেলে মাল্টি স্পেশালিটি হাসপাতাল খোলার ব্যাপারে আমরাও আগ্রহী, বলেন তিনি৷


তিনি জানান, ওই হাসপাতালে হৃদরোগ, কিডনি এবং স্নায়ু রোগের বিশেষজ্ঞ চিকিৎসার বন্দোবস্ত রাখার জন্য জোর দেওয়া হবে৷ এ-ক্ষেত্রে ত্রিপুরা সরকার হাসপাতালের জন্য তৈরি বিল্ডিং দিয়ে সাহায্য করবে৷ তিনি বলেন, আগরতলায় আইজিএম হাসপাতালের নবনির্মিত বহুতলটি ঘুরে দেখেছি৷ দেখে মনে হয়নি কোন সরকারি হাসপাতালের জন্য ওই ভবনটি নির্মিত হয়েছে৷ তাঁর কথায়, ওই বহুতলটি বেসরকারি হাসপাতালের সমতুল্য নির্মিত হয়েছে৷ দারুন জায়গায় যথেষ্ট উৎকৃষ্টমানের নির্মাণ কাজ হয়েছে৷
এদিন তিনি বলেন, ত্রিপুরায় মেডিকেল হাব গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কারণ, সে-ক্ষেত্রে সঠিক পরিকাঠামো রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে সহায়ক হবে৷ তিনি জানান, গুয়াহাটি এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় অ্যাপেলোর শাখা রয়েছে৷ ঢাকায় ৮ বছর ধরে এবং গুয়াহাটিতে ৩ বছর ধরে চিকিৎসা পরিষেবা দিচ্ছি আমরা৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চলে চিকিৎসা পরিষেবার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে৷ সে-ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা পরিকাঠামোর গুরুত্ব অপরিসীম৷
ভি সত্যনারায়ণ রেড্ডি বলেন, ত্রিপুরা সরকারকে হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছি৷ এখন সর্বভারতীয় স্তরে দরপত্র আহ্বান হলে তাতে আমরাও অংশ নেব৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় পিপিপি মডেলে হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শীগ্রই শুরু হবে৷


অ্যাপেলো গ্রুপ চেয়ারম্যানের সাথে বৈঠকের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, রাজ্যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য ভি সত্যনারায়ণ রেড্ডির সাথে সদর্থক আলোচনা হয়েছে৷ শীগ্রই ত্রিপুরাবাসী হৃদরোগ, কিডনি এবং স্নায়ু রোগের বিশেষজ্ঞ চিকিৎসার সুবিধা রাজ্যেই পেতে চলেছেন৷


আলোচনাকালে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিষয় উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আয়ুষ্মান ত্রিপুরা প্রকল্পে ৩ লক্ষ ৫৬ হাজার মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে৷ আয়ুষ্মান ভারত এবং আয়ুমান ত্রিপুরা এই দুটি প্রকল্প মিলে মোট ২৪ লক্ষ ১৩ হাজার মানুষকে ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যে আয়ুষ্মান কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজি এবং নেফ্রোলজি সংক্রান্ত বিষয়গুলির উপর স্বাস্থ্য পরিকাঠামোগত সমস্ত সুুবিধাগুলি রাজ্যে গড়ে উঠলে ত্রিপুরার মানুষ খুবই উপকৃত হবেন৷ তখন উন্নত চিকিৎসার জন্য রাজ্যের রোগীদের বহির্রাজ্যে যাওয়ার প্রবণতা যেমন কমবে তেমনি মিজোরাম, অসমের কাছাড়, শিলচর সহ বাংলাদেশের মানুষও চিকিৎসা পরিষেবা নিতে ত্রিপুরায় আসবেন৷ এই স্বাস্থ্য পরিকাঠামোগত সুুবিধাগুলি গড়ে উঠলে বহির্রাজ্যে কর্মরত রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদেরও রাজ্যে আসার জন্য আহ্বান জানানো হবে বলে তিনি উল্লেখ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *