BRAKING NEWS

পাকিস্তানকে চার টুকরো করার হুঁশিয়ারি বক্সীর

গুরুগ্রাম, ২ ডিসেম্বর (হি.স.) :  পাকিস্তানকে চার টুকরো করার হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গঙ্গাদীপ বক্সী। দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব তরুণ প্রজন্মের উপর বলে জানিয়েছেন তিনি।

রবিবার রাতে হরিয়ানার গুরুগ্রামের এক সভায় তাউ দেবীলাল স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে মেজর জেনারেল গঙ্গাদীপ বক্সী জানিয়েছেন, দেশকে এখন সুরক্ষিত করার দায় তরুণ প্রজন্মের উপর। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে গঙ্গাদীপ বক্সী জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর প্রবল শক্তি ১৯৭১-র যুদ্ধে টের পেয়েছিল পাকিস্তান। সেই সময় দুই টুকরো করা হয়েছিল পাকিস্তানকে। যদি আচরণ পরিবর্তন না করে তবে চার টুকরো করে দেওয়া হবে। নিজের সামরিক শক্তির শ্রেষ্ঠের পরিচয় দিয়েছে ভারত। গোটা বিশ্বে সমাদৃত ভারতীয় সেনাবাহিনী।

বীর সেনানীদের শ্রদ্ধা সঙ্গে স্মরণ করে গঙ্গাদীপ বক্সী নতুন প্রজন্মকে দেশ রক্ষার জন্য এগিয়ে আসতে বলেন। বৈদেশিক হামলা রোধ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করাও প্রয়োজন। প্রকৃত সৈনিক হতে গেলে দেশের উন্নতির ভাগীদার হওয়া উচিত।

ওদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক সন্ত তথা বীরচক্রে সম্মানিত পায়লট বাবা, গুরুগ্রামের বিধায়ক সুধীর সিংগলা, বাদশাপুরের বিধায়ক রাকেশ দৌলতাবাদ, হরিয়ানা ডেয়ারী বিকাশ প্রসন্ধ জি এল শর্মা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *