BRAKING NEWS

আড়ালিয়ায় বাল্য বিবাহ আটকে দিল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ রাজ্যে প্রশাসনের চোখে ধুলো দিয়ে বাল্য বিবাহের চেষ্টা অব্যাহত রয়েছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকাতেও এ ধরনের চেষ্টা চলেছে৷ রবিবার আড়ালিয়ায় পঞ্চদশ বর্ষীয়া নাবালিকার বিয়ে আটক দিতে সক্ষম হয়েছে চাইল্ড লাইন৷ আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়া ১৫ বছরের এক নাবালিকার বিয়ে আটকে দিয়েছে চাইন্ড লাইন৷


জাা যায়, একই এলাকায় একুশ বছরের এক যুবকের সঙ্গে ১৫ বছরের নাবালিকাকে বিয়ে দেবার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত ছিল৷ খবর পেয়ে চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোমরায় পূর্ব মহিলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে আড়ালিয়ায় যান৷ বেশকিছুক্ষণ খোঁজাখুজির পর বিয়ে বাড়ির সন্ধান পান৷ সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করে পূর্ব মহিলা থানায় নিয়ে আসা হয়েছে৷ ছেলে ও মেয়ে থানায় নিয়ে আসা হয়েছে৷ ছেলে ও মেয়ে উভয় পক্ষের অভিভাবকরাও থানায় এসেছেন৷


এ ধরণের অভিযান জারী থকবে বলে জানিয়েছেন চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোমরায়৷ প্রশাসনের কঠোর মনোভাবের তোয়াক্কা না করে বিভিন্ন স্থানে শিশু শ্রম ও নাবালিকা বিয়ের ঘটনা অব্যাহত রয়েছে৷ যেসব ক্ষেত্রে চাইল্ড লাইন খোঁজ পাচ্ছে সেখানেই ছুটে গিয়ে ব্যবস্থা নিচ্ছে৷ বাল্যবিবাহ বন্ধ করতে সমাজের সকল অংশের জনগণকে আরও সচেতন হতে হবে৷ অন্যথায় এই প্রবনতা বন্ধ করা কষ্টকর হয়ে উঠবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *