BRAKING NEWS

অমরপুর ব্লক ভিত্তিক দু’দিনব্যাপী পোষণ মেলার উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ৩০ নভেম্বর৷৷ এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হলে আমাদের শিশুদের প্রতি আরও যত্নশীল হতে হবে৷ তাদের মানসিক ও দৈহিক বিকাশ, অপুষ্টি দূরীকরণ, রক্তাল্পতা দূরীকরণ ইত্যাদির প্রতি সঠিক নজর দিতে হবে৷ গতকাল সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অমরপুর ব্লক ভিত্তিক দু’দিনব্যাপী পোষণ মেলার উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ মেলা অয়োজনের সহযোগিতায় ছিল অমরপুর আই সি ডি এস প্রজেক্ট এবং অমরপুর নগর পঞ্চায়েত এলাকার আই সি ডি এস প্রজেক্ট৷

অমরপুর টাউন হলে আয়োজিত এই মেলা উপলক্ষ্যে বিভিন্ন দপ্তরের ১১টি প্রদর্শনী স্টলও খোলা হয়৷ অনুষ্ঠানে শ্রীমতি চাকমা আরও বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্যই কেন্দ্রীয় সরকার পোষণ কর্মসূচির সূচনা করেছে৷ শিশুদের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি সাধারণত শাকসব্জি ও ফলমূলে থাকে৷ তাই তিনি শিশুদের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি সাধারণত শাকসব্জি ও ফলমূলে থাকে৷ তাই তিনি শিশুদের অধিক পরিমানে এইসব খাদ্য খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান৷ এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও সমর্থক ভূমিকা নিতেও তিনি পরামর্শ দেন৷ মাত্রু বন্দনা যোজনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন এই যোজনা বাস্তবায়নে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় এংাব গোটা দেশে নবম স্থানে রয়েছে৷

তিনি রাজ্যের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন৷ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বি এ সি চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ (রুদ্রপাল) প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমরপুর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন তরুণ চক্রবর্তী৷ স্বাগত ভাষণ রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উপ-অধিকর্তা বিজন চক্রবর্তী৷ উল্লেখ্য, আলোচনাপর্ব শেষে উপস্থিত অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে চলনসামগ্রী ও শ্রবণযন্ত্র তুলে দেন৷ মোট ১০৮ জন দিব্যাঙ্গজনকে এই সব সামগ্রী দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *