চাইবাসা(ঝাড়খন্ড), ১ ডিসেম্বর (হি.স.) : আদিবাসীদের লুঠেছে কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) বলে দাবি করলেন বিজেপির কার্যকারি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা। উন্নয়নের জন্য নয়। গদির লোভে জোট বেঁধেছে কংগ্রেস এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা বলে জানিয়েছেন তিনি।
রবিবার ঝাড়খন্ডের চাইবাসায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিরুদ্ধে তোপ দেগে কার্যকারি সভাপতি জানিয়েছেন, নিজের আত্মস্বার্থ কায়েমের জন্য রাজনীতি করে গিয়েছে এই দুই দল। পৃথক রাজ্যের দাবি যখন উঠেছিল, তখন ঝাড়খন্ডবাসীর উপর গুলি চালিয়েছিল কংগ্রেস। আদিবাসী উন্নয়নের নামে শুধুমাত্র কুম্ভীরাশ্রু করেছে দুই দলের নেতা। ঝাড়খন্ড রাজ্য প্রতিষ্ঠায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী স্মৃতিচারণা করে জগতপ্রকাশ বলেন, অটলবিহারি বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়খন্ড। বর্তমানে কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকার ফলে উন্নয়নে পথে অগ্রসর হচ্ছে রাজ্য। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী রঘুবর দাসের আমলে দুর্নীতি মুক্ত হয়েছে প্রশাসন। এক পদ এক পেনশন প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে জগতপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, ১৯৭১ সাল থেকে এক পদ এক পেনশনের দাবি করে আসছিল সেনা জওয়ানরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে তা কার্যকর করেছে। ২২ লক্ষ প্রাক্তন জওয়ান এর থেকে উপকৃত হয়েছে। ১.৮৩ লক্ষ বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ করা হয়েছে সেনাবাহিনীতে।