নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ ভারত-বাংলাদেশ সীমান্তে জ্বালানো আলোর কারণে আশপাশের ধানচাষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরার পশ্চিম আসনের এমপি প্রতিমা ভৌমিক৷ বিষয়টি যাতে দ্রুত খতিয়ে দেখা হয় এজন্য সংসদে আহ্বান জানিয়েছেন তিনি৷ সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বা কেটে অবৈধ অনুপ্রবেশকারী যাতে রাতের আঁধারে সীমান্ত পারাপার ও চোরাচালান করতে না পারে সেজন্য ফ্ল্যাড লাইটের ব্যবস্থা করা হয়েছে৷
তীব্র ও উজ্জ্বল ও বাতিগুলো সারারাত ধরে সীমান্তের কাঁটাতার বরাবর জ্বলতে থাকে৷ উজ্জ্বল আলো ও তাপযুক্ত এই বাতিগুলোর জন্য কাঁটাতারের বেড়ার দু’পাশের ধানি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে৷ জমিতেধান লাগালেও এগুলোতে ফলন হচ্ছে না বলে চাষিদের অভিযোগ৷ এ অবস্থায় একটি টিম গঠন করে সীমান্তবর্তী এলাকার চাষিদের ক্ষতির পরিমাণ যাতে নিরূপণ করা যায় এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা যায় সে আহ্বান রাখলেন ত্রিপুরার পশ্চিম আসনের এমপি প্রতিমা ভৌমিক৷
শুক্রবার সংসদ অধিবেশনের শূন্য সময় অধ্যক্ষের কাছে এ আবেদন রাখেন তিনি৷ তিনি বলেন, কাঁটাতারের বেড়ার পাশে রাতে জ্বালানে আলোর জন্য লাখ লাখ চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ বিষ.টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত যাতে পদক্ষেপ নেওয়া হয়৷ তিনি আরও বলেন, বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে৷