BRAKING NEWS

ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ছবি তুলতে গিয়ে যুবকের সলিল সমাধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের ছবি তুলতে গিয়ে সলিল সমাধি হল এক যুবকের৷ পা পিছলে ঝরনার জলে পড়ে মৃত্যু হয়েছে আগরতলা বাধাঘাট চারিপাড়ার বাসিন্দা রাজেশ ভট্টাচার্যের (২৫)৷ টিএসআর জওয়ানরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজেশকে মৃত বলে ঘোষণা করেন৷


নতুনবাজার থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুর সাড়ে তিনটা নাগাদ ভগ্ণিপতির সাথে ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়াতে গিয়ে ছবি তোলার সময় পা পিছলে ঝরনার জলে পড়ে যান রাজেশ ভট্টাচার্য৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷ খবর দেওয়া হয় টিএসআর ৫-ম ব্যাটালিয়নকেও৷ টিএসআর জওয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করেন৷ অনেক খোঁজাখুঁজির পর রাজেশকে উদ্ধার করতে সক্ষম হন টিএসআর জওয়ানরা৷ তাঁকে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজেশকে মৃত বলে ঘোষণা করেন৷


প্রসঙ্গত, ওই স্থানে এর আগে অনেকের সলিল সমাধি হয়েছে৷ প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলেও, প্রায়ই অসাবধানতার জন্য দুর্ঘটনা ঘটছে৷ ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প দেখার জন্য বহু মানুষ সেখানে ছুটে যান৷ কিন্তু অসাবধানতার জন্য অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন৷ পুলিশ জানিয়েছে, ওই যুবকের দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ময়না তদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ আগরতলা থেকে নতুনবাজারে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই যুবক৷ তার এই মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পরিবারের সকলেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *