BRAKING NEWS

গডসেকে ‘দেশভক্ত’ বলায় শাস্তির মুখে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.) : নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলায় শাস্তির মুখে পড়তে হল মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে। সংসদে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিরোধীরা। চাপের মুখে প্রজ্ঞার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। প্রতিরক্ষা কমিটি থেকে তাঁকে অপসারিত করা হয়েছে। এই মন্তব্যের কড়া নিন্দা করেছে বিজেপি। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছিল প্রজ্ঞা সিং ঠাকুরকে। গডসে নিয়ে মন্তব্য করায় বৃহস্পতিবার সেই পদ থেকে তাঁকে অপসারিত করার প্রস্তাব করেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।

এ ছাড়াও তিনি জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অধিবেশন চলাকালীন বিজেপির সংসদীয় বৈঠকেও যোগ দেবেন না ঠাকুর।’ এর আগেও ভোটের প্রচারে একই মন্তব্য করেছিলেন সাধ্বী প্রজ্ঞা। বুধবার সংসদের নিম্নকক্ষে এসিপিজি বিল নিয়ে আলোচনার সময় তিনি ফের বলেন, ‘নাথুরাম গডসে এক জন দেশভক্ত।’ মহাত্মা গান্ধীর হত্যাকারী একজন দেশপ্রেমিক। স্পিকার তাঁর এই কথা কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেন। এ কথা শুনে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন বিরোধীরা। কংগ্রেস বলে, অত্যন্ত নিন্দনীয় মন্তব্য। দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান বিজেপি সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *