নিহত পুলিশ অফিসার দুর্গা কুমার রাঙ্খলের পরিবারের সাথে কথা বললেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ মৃত পুলিশ অফিসারের পরিবার ও আত্মীয় পরিজনদের শান্তনা ও সমবেদনা জানাতে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার এর নেতৃত্বে বামপন্থীদের এক প্রতিনিধি আসেন রাংখল পাড়া দেবথাংএ৷ প্রয়াতের বাড়ি সফরকালে প্রতিনিধি দলে ছিলেন, বিধায়ক সুদন দাস, বিধায়ক রতন ভৌমিক, এডিসি মুখ্য কার্যানির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা৷

কিন্তু মৃত পুলিশ অফিসার দুর্গা কুমার রাংখলের স্ত্রী পুত্র ওই সময় বাড়িতে ছিলেন না৷ অপর দিকে একই দিকে রাজ্য প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকে নেতৃত্বে মৃত পুলিশ অফিসারের বাড়িতে যান সমবেদনা জানাতে৷ প্রতিনিধি দলে ছিলেন, প্রাক্তন বিধায়ক, প্রকাশ দাস, প্রাক্তন বিধায়ক রাজোবর দেববর্মা, যুব নেতা অনির্বান সরকার সহ একাধিক নেতৃত্বরা পরিবারের আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন৷

তবে রাজ্যের বিরোধী দল নেতা মানিক সরকার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু খুবই দুঃখজনক৷ তবে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এমন ব্যক্ত করলেন তিনি৷ তবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন বর্তমান সরকারকে অপরদিকে রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির নেতা সুবল ভৌমিক জানান, দক্ষ পুলিশ অফিসার কর্তব্য পালন করতে গিয়ে খুন, এটা মেনে নেওয়া যায় না৷ তিনি এই ঘটনাটির সিবিআই তদন্ত চেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *