কৈলসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের সদস্যপদ খারিজ মামলায় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে’র সদস্যপদ খারিজ করার জন্য জনস্বার্থ মামলায় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা এ ব্যাপারে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন৷ কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আদালত৷

পুর পরিষদের সদস্য হওয়া স্বত্বেও নীতিশ দে পদত্যাগ না করে বিজেপির টিকিটে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলেন৷ নীতিশ বাবু নির্দল প্রার্থী হিসেবে পুর পরিষদে জয়ী হয়েছিলেন৷ পরবর্তী সময়ে সদস্যপদ থেকে পদত্যাগ না করেই তিনি বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ এই মামলার রায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানান নীতিশবাবুর আইনজীবী৷ এ বিষয়ে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা জানান, নীতিশ দে কৈলাসহর পুর পরিষদের ৬নং ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন৷ পুর আইন অনুযায়ী নির্দল প্রার্থী কোন রাজনৈতিক দলে যোগ হতে পারেন না৷

নীতিশ দে পুর নিগমের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্বেও পদত্যাগ না করেই বিজেপির টিকিটে বিধানসভার প্রার্থী হন৷ এরই বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন চন্দ্রশেখর সিনহা৷ এই মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা৷ বীরজিৎ বাবু বলেন হাইকোর্টের রায়ে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে৷ নীতিশ দে’র কোন মূল্যবোধ নেই বলেও তিনি মন্তব্য করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *