মেয়াদোত্তীর্ণ প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত, ব্যবসায়ীদের জরিমানা ও শোকজ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ নভেম্বর ৷৷ বাজারে যেমন নিত্যদিন বিভিন্ন সামগ্রীর মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে তেমনি মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রীর ছয়লাপ৷ ঘটনা তেলিয়ামুড়া বাজারে একাংশ ব্যবসায়ীদের হাত ধরে দীর্ঘদিন ধরেই চলেছে৷ অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির অন্যতম মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার প্রদান শহর সহ অন্যান্য এলাকা৷


ওইসব ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন করতে চায়৷ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন শুক্রবার আচমকা তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিতে হানাদারি চালায়৷ তাতে প্রশানের কর্মকর্তাদের চোখও রীতিমতো চড়ক গাছ৷ কেননা বাজার পরিক্রমা করে তারা ব্যাপক দুর্নীতির নজির প্রত্যক্ষ করেছেন৷


সেজন্য মহকুমা প্রশাসন শোকজ নোটিশ জারি করেছে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে৷ এই হানাদারিতে প্রশাসন কয়েকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্ণধারকে শোকজ নোটিশ ধরিয়ে দেন৷ কোনো কোনো ক্ষেত্রে মহকুমা প্রশাসন আবার স্পটফাইনও করেন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে৷ এছাড়াও প্রশাসন বাজারে বিভিন্ন সামগ্রীর মূল্যের লাগাম টানতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে৷ প্রশাসনের একটি বিশেষ সূত্রে জানা গেছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *