লন্ডন, ২২ নভেম্বর (হি.স.) : একশো বছর আগে জালিয়ানওয়ালাবাগের ঘটনার জন্য ভারতের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলল ব্রিটেনের লেবার পার্টি। উল্লেখ্য করা যেতে পারে, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছর পূর্ণ হওয়ার জন্য আফসোস করেছিলেন, তবে ক্ষমা চাননি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/Jallianwala-Bagh-1024x768.jpg)
লেবার পার্টির নেতা জেরমি কোরবিন বৃহস্পতিবার ‘ইটস টাইম ফর রিয়েল চেঞ্জ’ শিরোনামে একটি ১০৭ পৃষ্ঠার ইশতেহার প্রকাশ করেছেন। এতে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার জন্য এগিয়ে যাওয়ার এবং ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। ঘোষণাপত্র অনুসারে, ব্রিটেনের অতীতে ঘটে যাওয়া অন্যায়ের তদন্তের জন্য লেবার পার্টি একটি বিচারকের নেতৃত্বাধীন কমিটি গঠন করবে। এছাড়াও ‘অপারেশন ব্লুস্টার’-এ দেশের ভূমিকাও পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, ২০১৪ সালে ব্রিটিশ সরকারি নথিতে দাবি করা হয়েছিল যে স্বর্ণ মন্দিরে হস্তক্ষেপের আগে সেনাবাহিনীকে ব্রিটিশ সামরিক পরামর্শ দেওয়া হয়েছিল। বহু বছর ধরে কিছু ব্রিটিশ সংস্থা এই সামরিক পরামর্শের তদন্তের দাবি করে আসছে।