BRAKING NEWS

ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণ, গুরুতর জখম সিআরপিএফ জওয়ান

রায়পুর, ২২ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদীদের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে| এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর জখম হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান| আইইডি বিস্ফোরণে জখম জওয়ান সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটেলিয়নের সদস্য| গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| ডান পায়ে মারাত্মক চোট পেয়েছেন ওই সিআরপিএফ জওয়ান|

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি), বস্তার, পি সুন্দররাজ জানিয়েছেন, শুক্রবার সকালে বিজাপুরে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন একজন সিআরপিএফ জওয়ান| এদিন সকালে অভিযানে বেরিয়েছিলেন সিআরপিএফ-এর ১৬৮ ব্যাটেলিয়নের জওয়ানরা| অভিযান চলাকালীন আচমকাই আইইডি বিস্ফোরণ হয়| বিস্ফোরণে একজন সিআরপিএফ কনস্টেবলের পায়ে মারাত্মক চোট লেগেছে| তাঁকে উদ্ধার করে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| আইইডি বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *