মুম্বই, ২২ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিই (বিজেপি) দায়ী| শুক্রবার বিজেপিকে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে| একইসঙ্গে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও টানাপোড়েন অবসানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কোনও প্রচেষ্টা না করায় আক্ষেপ প্রকাশ করেছেন উদ্ধব ঠাকরে|
শুক্রবার মুম্বইয়ে শিবসেনা বিধায়কদের বৈঠকে উদ্ধব ঠাকরে বলেছেন, ‘মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী বিজেপি| মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক-সঙ্কট কাটানোর জন্য কোনও প্রচেষ্টাই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহও কোনও উদ্যোগ দেখাননি| শিবসেনাকে কিছু না বলেই এনডিএ থেকে বহিষ্কার করা হয়েছে| এজন্যই কংগ্রেস ও এনসিপির সঙ্গে সরকার গঠন করছে শিবসেনা|’ উদ্ধব ঠাকরে আরও বলেছেন, ‘ভোটগণনার পরে, বিজেপি ও শিবসেনার মধ্যে যখন বিবাদ তৈরি হয়েছিল তখন শুধুমাত্র দেবেন্দ্র ফড়ণবিশ আমাকে ফোন করেছিলেন| সেই সময় থেকে এখনও পর্যন্ত, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি কোনও প্রচেষ্টাই করেননি| রাজ্যে বিকল্প সরকার তৈরি করার অত্যন্ত প্রয়োজন ছিল| এ জন্য এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠনের কাজ শুরু হয়|’ সূত্রের খবর, শিবসেনা বিধায়কদের বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নামই উঠে এসেছে| যদিও, আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি|