BRAKING NEWS

প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিনিধি, ২১ নভেম্বর৷৷ প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হয় মৃত্যু বার্ষিকীতে শহিদ সাংবাদিক স্কয়ারে তার স্মৃতিতে মোমবার্তি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা জানালেন সাংবাদিক মহল৷ ২০১৭ থেকে ২০১৮ দুইটি বছর রাজ্যের সাংবাদিক মহলে কালো ছায়া বয়ে আনে৷ রাজ্য থেকে চক্রান্ত করে দুই সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিকের প্রাণ কেড়ে নেয় দুষৃকতিকারীরা৷ রাজ্যের সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া৷ হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে সেদিন সাংবাদিকরা নেমেছিল রাজ পথে৷ তৎকালীন সরকার তদন্তের নামে সময়ক্ষেপন করতে থাকে৷

২০১৮ সালে নতুন বিপ্লব দেবের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দুইটি মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-রে হাতে তোলে দেয়৷ পরবর্তী সময় সিবিআই আধিকারিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজন টিএসআর-এর আধিকারিককে জালে তোলে আদালতে সোপর্দ করে৷ বৃহস্পতিবার ২১ শে নভেম্বর সেই দিনটির কথাই স্মরণ করল রাজ্য সাংবাদিক মহল৷ এইদিনেই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে ডেকে নিয়ে গিয়ে জনগণের সব চাইতে নিরাপদের স্থান পুলিশ ও আধাসামরিক বাহিনীর ক্যাম্পকে কলঙ্গিত করে পবিত্র ক্যাম্পকে নিরীহ সাংবাদিকদের রক্তে স্নাত করে সুদীপ দত্ত ভৌমিককে গুলি চালয়ে হত্যা করে৷

এদিন শহিদ সাংবাদিক স্কয়ারে মোমবাতি প্রজ্জ্বলন তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়৷ সাংবাদিক মহলে দাবি অনতি বিলম্বে দুই সাংবাদিক হত্যার দোষিদের চিহ্ণিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা৷ যাতে রাজ্য সাংবাদিকদের উপর আক্রমণ হলে দোষীদের যে সাজা হয় সেই শিক্ষা দিতে৷ পুনরায় সুদীপ দত্ত ভৌমিকের প্রতি সমবেদনাও জ্ঞাপন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *