৫ ডিসেম্বর ১২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক আইএনপিটি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্যে ১২ ঘণ্টার জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল ‘ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা’ সংক্ষেপে আইএনপিটি৷ আগামী ৫ ডিসেম্বর ওই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি বিজয়কুমার রাঙ্খল৷ ওইদিন বড়মুড়া পাহাড়ের চম্পকনগরের চন্দ্রসাধুপাড়ায় জাতীয় সড়ক এবং ভৃগুদাসপাড়ায় রেল অবরোধের ঘোষণা করেছেন তিনি৷ অন্য রাজনৈতিক দলগুলিকেও তাঁদের প্রতিবাদী কর্মসূচিকে সমর্থন এবং যোগ দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন বলে জানান৷ চলতি সংসদ অধিবেশনে এই বিল পেশ না করে স্থায়ীভাবে সিদ্ধান্ত বাতিলের জন্য কেন্দ্রের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি৷


বুধবার সাংবাদিক সম্মেলনে বিজয়বাবু বলেন, আইএনপিটি-র কেন্দ্রীয় কার্যকারিণী কমিটির বৈঠকে বিভিন্ন আলোচনার পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, এই বিল পাস হলে উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের, বিশেষ করে এই অঞ্চলের ভূমিপুত্রদের সর্বনাশ হবে৷ তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে আইএনপিটি নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলন জারি রেখেছে৷ তাছাড়া উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন ছাত্রসংগঠনও এই বিলের বিরোধিতায় আন্দোলন করছে৷ তাই এত আপত্তি সত্ত্বেও সংসদে বিলটি আনা উচিত হবে না কেন্দ্রীয় সরকারের, মনে করেন তিনি৷


বিজয় রাঙ্খল আজ ফের কেন্দ্রের কাছে আবেদন জানান, নাগরিকত্ব সংশোধনী বিল স্থায়ীভাবে বাতিল করা হোক৷ এদিকে, আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাও এই বিলের বিরোধিতায় এদিন সুর চড়িয়েছেন৷ তাঁর মতে, নাগরিকত্ব সংশোধনী বিল দেশ এবং দেশবাসীর স্বার্থ-বিরোধী৷ তিনি বলেন, চলতি বছরের ৮ এবং ৯ জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় ও রাজ্যসভায় পেশ করেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু বিরোধীদের আপত্তির জন্য বিলটি সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ এখন ফের এই বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ এর প্রতিবাদেই আইএনপিটি জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে৷ সাথে তিনি যোগ করেন, ওই কর্মসূচির পর আইএনপিটি নেতৃবৃন্দ দিল্লি অভিযানে যাবেন৷ বিলের বিরোধিতায় যে সমস্ত রাজনৈতিক দল মাঠে রয়েছে তাঁদের সমর্থন জানাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *