শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): বহু দিনের প্রতীক্ষার পর অবশেষে স্বস্তিতে উপত্যকাবাসী| শ্রীনগর-বানিহালের মধ্যে সোমবার থেকে চালু হল ট্রেন পরিষেবা| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫ এ বিলোপ করার পর, গত ৫ আগস্ট থেকে শ্রীনগর-বানিহাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল| ১০৪ দিন পর সোমবার থেকে পুনরায় শুরু হল শ্রীনগর-বানিহাল ট্রেন পরিষেবা| সোমবার আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ার আগে, রবিবার ট্রেনের ট্রায়ালও হয়েছিল|
বিগত তিন মাস ধরে কাশ্মীরে সম্পূর্ণ বন্ধ ছিল রেল পরিষেবা| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরে, সম্ভাব্য বিপদের আশঙ্কার কারণে রেল পরিষেবা বন্ধ করা হয়েছিল| গত ৫ আগস্ট থেকে উত্তর কাশ্মীরের বারামুল্লা এবং দক্ষিণ কাশ্মীরের বানিহালের মধ্যে রেল পরিষেবা বন্ধ ছিল| চলতি মাসের ১০ তারিখ ট্রেন পরিষেবা শুরু করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল এবং ১১ নভেম্বর ট্রেন পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল| অবশেষে সোমবার থেকে শুরু হল শ্রীনগর-বানিহাল ট্রেন পরিষেবা|