নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : ভোডাফোন-আইডিয়া লিমিটেড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে তাদের ট্যারিফের দাম বাড়তে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘টেলিকম সেক্টরের উপরে তীব্র আর্থিক চাপের কথা মেনে নিয়েছেন সমস্ত অংশীদাররা। মন্ত্রিসভার সচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি অফ সেক্রেটারিস উপযুক্ত পরিত্রাণের চেষ্টা করছে।”
সম্প্রতি, একটি রিপোর্টে জানা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর ভোডাফোনের লোকসান হয়েছে ৫০,৯২২ কোটি টাকা। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসের হিসেবে ৪,৮৭৪ কোটি টাকা লোকসানের মুখ দেখেছিল এই টেলিকম সংস্থাটি। ত্রৈমাসিকের হিসেবে এই প্রথম কোনও ভারতীয় সংস্থার এত টাকার লোকসান হয়েছে।
ভারতের মাটিতে পরিষেবা থেকে আয় ক্রমশ কমছে ভোডাফোন আইডিয়ার। গত বছর দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের রাজস্ব বাবদ আয় হয়েছিল ১১,২০ কোটি। এই বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়ার আয় কমে ঠেকেছে ১০,৮৪৪ কোটিতে। বিশেষত, কেন্দ্রের ধার্য ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’ পদ্ধতি এয়ারটেল. ভোডাফোন-আইডিয়ার মতো ধুঁকতে থাকা টেলিকম সংস্থাগুলির নাভিঃশ্বাস তুলে দিয়েছে।এমন অবস্থা যে ভারত ছাড়তে হতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে। কোটি কোটি টাকা ঋণের বোঝা রয়েছে জনপ্রিয় এই টেলিকম সংস্থার ঘাড়ে। আর এই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে সার্ভিস রেট বাড়াতে চলেছে ভোডাফোন। আগামী ১ ডিসেম্বর থেকে সেই রেট বাড়তে চলেছে।