কাবুলে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে গ্রেনেড হামলা, ৪ জন আফগান সৈনিক-সহ আহত ৫

কাবুল, ১৮ নভেম্বর (হি.স.): ফের সন্ত্রাসী হামলা আফগানিস্তানের রাজধানী কাবুলে| সোমবার সকালে কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট ১৯ (পিডি ১৯)-এর অন্তর্গত মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে গ্রেনেড হামলায় আহত হলেন ৪ জন আফগান সৈনিক এবং একজন সাধারণ নাগরিক| আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ মোটরবাইক আরোহী সন্দেহভাজন গ্রেনেড নিক্ষেপ করে| গ্রেনেড বিস্ফোরিত হয় মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে|

গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন ওই স্থানে দাঁড়িয়ে থাকা ৪ জন আফগান সৈনিক এবং একজন সাধারণ নাগরিক| গ্রেনেড ছোড়ার পরই ওই সন্দেহভাজন পালিয়ে যায়| বিস্ফোরণের পরই ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়| এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলার দায় স্বীকার করেনি| প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৪ জন আফগান সৈনিক এবং একজন সাধারণ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *