BRAKING NEWS

এনসিপি-কংগ্রেস বৈঠক সোমবার

মুম্বই, ১৭ নভেম্বর (হি.স.) : এখনও মহাজটে মহারাষ্ট্রের মসনদ | পিছিয়ে গেল এনসিপি ও কংগ্রেসের পূর্ব নির্ধারিত বৈঠক | রবিবার এনসিপি নেতা শরদ পাওয়ার ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ওই বৈঠক হওয়ার কথা ছিল৷ যা পিছিয়ে হচ্ছে সোমবার৷ জানা গেছে আজই দিল্লি উড়ে যাচ্ছেন এনসিপি প্রধান৷

সোমবার সারা দেশের নজর কাল থাকবে দিল্লির দিকে৷ কারণ আগামীকাল মহারাষ্ট্রের জট কাটাতে দুই এনসিপি নেতা শরদ পাওয়ার ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর ওই বৈঠক ৷ মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে ওই বৈঠকে একটি রফা সূত্র বেড়িয়ে আসবে বলে আশাকরা হচ্ছে | এর আগে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, শিবসেনার উদ্ধব ঠাকরের সঙ্গেও তাঁদের কথা হবে৷ তার আগে তিন দল ঘোষণা করে কমন মিনিমাম এজেন্ডা তৈরি হয়ে গেছে৷ শিবসেনাকে মুখ্যমন্ত্রী পদ ছাড়ছে কংগ্রেস ও এনসিপি৷ শনিবার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করার কথা ছিল৷ কারণ প্রতিনিধি দলের সদস্যরা নিজেদের কেন্দ্রে ব্যস্ত ছিলেন৷ ফলে সেই বৈঠক বানচাল হয়ে যায়৷ এই বৈঠকের নতুন করে কোনও পরবর্তী তারিখ নির্ধারিত হয়নি৷ খাড়গে বলেন, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও এনসিপি নেতা শরদ পাওয়ার বৈঠক করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন৷ সেই মতো এগানো হবে৷ তিনি আরও বলেন, তাঁদের বৈঠকের পর পরবর্তী রণকৌশল ঠিক করা হবে৷

মহারাষ্ট্রে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ সরকার গঠন নিয়ে বিজেপি ও শিবসেনার দড়িটানাটানি অনেক দূর গড়িয়েছিল৷ কেয়ারটেকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ গত সপ্তাহে পদত্যাগ করেছেন৷ পরে জারি হয় রাষ্ট্রপতি শাসন৷ এরপরেও হাল ছাড়েননি পাওয়াররা৷ এখনও সরকার গড়ার চেষ্টা চালাচ্ছে এনসিপি, শিবসেনা ও কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *