মুম্বই, ১৭ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার বৈঠকে বসবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং এনসিপি প্রধান শরদ পাওয়ার। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য পরবর্তী পদক্ষেপ এই বৈঠকে ঠিক করা হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, এদিন সকাল দশটা নাগাদ এনসিপি নেতা শরদ পাওয়ার দিল্লি পৌঁছাবেন৷ বিকেল চারটে নাগাদ তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন৷ গত তিনদিন ধরে কংগ্রেস-এনসিপি-শিবসেনার শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে৷ ইতিমধ্যে মোটামুটি পাকা কংগ্রেস ও এনসিপি-র হাত ধরেই সরকার গড়ছে শিবসেনা। তৈরি হয়ে গেছে ন্যূনতম অভিন্ন কর্মসূচিও।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টে নাগাদ রাজ্যপাল ভগত সিং কোশিয়াড়ির সঙ্গে সাক্ষাত্ করবেন তিন দলের প্রতিনিধিরা। সরকার গড়ার প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ক্ষমতা বণ্টনে পুরোপুরি ঐক্যমত হতে পারেনি কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি। রবিবার আরও একবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনায় বসছেন শরদ পাওয়ার।