অবসর গ্রহণের দিন তিরুপতির ভেংকটেশ্বর মন্দিরে সপত্নীক পুজো দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : আজ ১৭ নভেম্বর, তাঁর কার্যকাল শেষ। অবসর গ্রহণের দিন রবিবার সকালে দাক্ষিণ ভারতের তিরুপতি ভেংকটেশ্বর মন্দিরে সপত্নীক পুজো দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

আজ সকালে স্নানাদি করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ স্ত্রীকে সঙ্গে নিয়ে যান তিরুপতির প্রভু ভেংকটেশ্বর মন্দিরে। বেদজ্ঞ পণ্ডিতরা দাক্ষিণাত্যের মেলাম সংগীতের সঙ্গে বৈদিক মন্ত্ৰ পাঠ করে তাঁদের মন্দিরের মূল প্ৰবেশদ্বার পর্যন্ত স্বাগত জানিয়ে নিয়ে যান। এর পর মূল মন্দিরে পূজার্চনা করেন প্রধান বিচারপতি দম্পতি। পুজোর পর প্ৰসাদ বিলি করে প্ৰভু ভেংকটেশ্বরের একটি লেমিনেটেড ফটো তাঁদের হাতে তুলে দেন মন্দির কর্তৃপক্ষ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের মন্দির দর্শনের সময় সঙ্গে ছিলেন অন্ধ্ৰপ্ৰদেশের পুলিশ-প্ৰধান আরপি ঠাকুর, জেলাশাসক প্ৰদ্যুম্ন, জেলা দায়রা বিচারপতি জুনেইদ আহমেদ মৌলানা এবং বালাজি মন্দিরের অভ্যৰ্থনা সমিতির বেশ কয়েকজন পদাধিকারী।

প্রসঙ্গত, এর আগে গতকাল শনিবার দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর পত্নীকে সঙ্গে নিয়ে তিরুমালা বালাজি মন্দিরও দৰ্শন করেছেন। সেখানে তাঁরা ‘সহস্ৰ দীপলঙ্কারণ সেবা’য় অংশগ্রহণ করেন। এছাড়া অংশগ্রহণ করেন ‘বহনা সেবা’য়ও। ‘বহনা সেবা’য় ‘গোঁসাই’ অর্থাৎ মূল পুণ্যার্থীকে শোভাযাত্ৰা করে মন্দির চত্বরের চারটি পবিত্ৰ রাস্তা পরিক্রমা করে মন্দিরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পরম্পরা অনুযায়ী, প্রধান বিচারপতি প্ৰথমে বরাহস্বামী মন্দিরে পূজা দেন। তার পর প্ৰভু বালাজি দৰ্শন করেন তাঁরা। এখানেও মন্দির কৰ্তৃপক্ষ তথা পুরোহিতরা মন্দিরে প্রবেশের সময় আনুষ্ঠানিক স্বাগত জানান উভয়কে। বালাজি দৰ্শন-এর পর বৈদিক মন্ত্ৰোচ্চারণের মাধ্যমে প্রধান বিচারপতি দম্পতিকে আশীৰ্বাদ দেন পুরোহিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *